Diwali: ৭৫ বছর পর জম্মু-কাশ্মীরের এই মন্দিরে দীপাবলি পালন, স্বাধীনতার পর এই প্রথম!
Diwali 2023: 'সেভ শারদা কমিটির' প্রতিষ্ঠাতা ও প্রধান রবীন্দ্র পণ্ডিতা জানান, ৭৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এখানে দীপাবলিতে পুজো হচ্ছে
নয়া দিল্লি: দেশজুড়ে ধুমধাম করে পালিত হল দিওয়ালি (Diwali) উৎসব। আতসবাজি পুড়িয়ে পুজো করে উদযাপন করেছে সকলেই। দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) একটি মন্দিরে দীপাবলি উদযাপন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার টিটওয়ালে অবস্থিত শারদা মন্দিরটি এলওসি সংলগ্ন। 'সেভ শারদা কমিটির' প্রতিষ্ঠাতা ও প্রধান রবীন্দ্র পণ্ডিতা জানান, ৭৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এখানে দীপাবলিতে পুজো হচ্ছে।
শারদা মন্দিরের পুজোয় উপস্থিত ছিলেন ১০৪ বিজয় শক্তি ব্রিগেড কমান্ডার কুমার দাস ও সেভ শারদা কমিটির প্রধান রবীন্দ্র পণ্ডিত। এ সময় ত্রিভনি গ্রামের বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ও শিখরা অনুষ্ঠানে অংশ নেন। সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তহসিলদার তংধর ইয়াদ কাদরী, কর্মী ডাঃ সন্দীপ মাওয়া, শারদা কমিটির সদস্য আজাজ খান, ইফতিখার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইলিয়াস, হামিদ মীর ও ত্রিভনির শিখরা।
এর আগে, PoK-এর নাগরিক সমাজের সদস্যরা চিলহানার দিকে আসেন এবং সাদা পতাকা নেড়ে এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে রবিন্দর পণ্ডিতা এবং সদস্যদের শুভেচ্ছা জানান। এ উপলক্ষে টিটওয়াল সুশীল সমাজের পক্ষ থেকে কেক কাটা হয়।
দেশ ভাগের আগে এখানে একটি মন্দির এবং গুরুদ্বার ছিল। সেই সময় এখানে দীপাবলি পালন করা হত। যদিও দাবি করা হয়, এরপর মন্দির ও গুরুদ্বারে হামলা করে পুড়িয়ে দেওয়া হয়। তারপরে সেখানে আর কখনও দীপাবলি উদযাপন করা হয়নি, তবে ৭৫ বছর পরে ফের শুরু হল পুজো।
#WATCH | J&K | Prayers on #Diwali and celebrations
— ANI (@ANI) November 12, 2023
held at Sharda Temple in Teetwal, Kupwara along the LoC today. Ravinder Pandita, Head & founder of Save Sharda Committee says that this is happening for the first time in 75 years. pic.twitter.com/92z9H0CrsN
এই শারদা মন্দির কোথায় অবস্থিত? শারদাপীঠ হল দেবী সরস্বতীর একটি প্রাচীন মন্দির যা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শারদার কাছে কিষাণগঙ্গা নদীর (নীলম নদী) তীরে অবস্থিত। এর চারপাশের এলাকাটি খুব সুন্দর এবং মনোরম। শারদা পীঠ মুজাফফরাবাদ থেকে প্রায় ১৪০ কিমি এবং কুপওয়ারা থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত।
আরও পড়ুন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! শব্দবাজির দাপটে জেরবার বাংলা
কীভাবে মন্দিরের সংস্কার কাজ শুরু হয়? ২০২১ সালের ডিসেম্বরে এই জমিতে ঐতিহ্যবাহী পূজা করা হয়েছিল। সেবা শারদা সমিতি এই মন্দিরের সংস্কারের জন্য একটি মন্দির নির্মাণ কমিটি গঠন করে। কমিটিতে তিনজন স্থানীয় মুসলমান, একজন শিখ এবং একজন কাশ্মীরি পণ্ডিত অন্তর্ভুক্ত ছিল। উত্তর কাশ্মীরের টিটওয়াল গ্রামে ২৮ মার্চ মাতা শারদা মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। মন্দিরের পাশাপাশি গুরুদ্বার ও মসজিদ নির্মাণও শুরু হয়। সেভ শারদা কমিটির (এসএসসি) কর্মকর্তারা বলেন, আমরা এখানে ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।