এক্সপ্লোর
Advertisement
কঙ্গনার পর এবার সোনু নিগম, দিলেন চিনা জিনিসপত্র বয়কটের ডাক
সোনু বলেছেন, চিনা জিনিসপত্রের বয়কট অত্যন্ত জরুরি, যে সেনারা সীমান্তে রক্ত ঝরাচ্ছেন, তাঁদের জন্য এটুকু তো করতেই পারি আমরা।
মুম্বই: লাদাখে ভারত-চিন সংঘর্ষের জেরে কঙ্গনা রানাওয়াত চিনা জিনিসপত্র বয়কটের ডাক দিয়েছেন। এবার একই পথে হেঁটে সোনু নিগমও তাঁর অনুরাগীদের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন চিনা জিনিসপত্র ব্যবহার না করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
লাদাখে ভারতীয় সেনাদের ওপর চিনা হামলার পর থেকে ক্ষোভে ফুটছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- নানা স্তর থেকে উঠেছে চিনা পণ্য বয়কটের ডাক। সোনু তাঁর ভিডিওয় বলেছেন, পুরনো জিনিসপত্র ভাঙার দরকার নেই তবে লোকজন যেন নতুন জিনিস কেনার সময় দেখে নেন, তা চিন থেকে আসা নয়তো। তিনি বলেছেন, গতকাল আমি একটি ভিডিও দেখি, তাতে এক বীর সেনা যুদ্ধে যাচ্ছিলেন, সকলকে বলছিলেন, আমি আমার দলের সঙ্গে এই পথে যাচ্ছি। আপনারা বাড়িতে থাকুন, শান্তিতে থাকুন। আমরা আপনাদের খেয়াল রাখছি, চিন্তার কারণ নেই।
সোনু বলেছেন, ভিডিও দেখে তিনি জানতে পারেন, প্রকৃত ঘটনা ঠিক কী। অথচ দেশবাসীকে নিরাপত্তা দেওয়া সেনাকে কী বিপদের মুখে কাজ করতে হচ্ছে তা সাধারণ মানুষ জানেনই না। চিন আমাদের ভালবাসার ভাষা বুঝছে না, তা দুর্ভাগ্যজনক, তারা আমাদের ও আমাদের সেনাকে চ্যালেঞ্জ করছে। তিনি তাই নিজের শপথ নিজের কাছেই রাখবেন, অন্যদের অনুরোধ করবেন, তাঁরাও যেন তা করেন।
সোনু বলেছেন, চিনা জিনিসপত্রের বয়কট অত্যন্ত জরুরি, যে সেনারা সীমান্তে রক্ত ঝরাচ্ছেন, তাঁদের জন্য এটুকু তো করতেই পারি আমরা। এমন বহু জিনিস আছে যা বয়কট করা কঠিন কিন্তু যদি দৃঢ়প্রতিজ্ঞ হই তবে অসম্ভব কিছু নয়। এবার থেকে আমি আর চিনা অ্যাপ ব্যবহার করব না। আর যে সব চিনা জিনিস কেনা হয়ে গিয়েছে, সেগুলো ভেঙে ফেলার দরকার নেই, তাতে দেশের ক্ষতি। কিন্তু নতুন কিছু কেনার আগে দেখে নিন, সেটা কোথায় তৈরি। এটাই সকলকে অনুরোধ।
দেখুন তাঁর ভিডিও
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement