Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতের পরেই সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, গুলিবৃষ্টিতে মৃত ৩ ভারতীয় নাগরিক
India's Strike on Pakistan: অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনাবাহিনী এবং বায়ুসেনাবাহিনী- এই তিন বাহিনীর তরফে প্রত্যাঘাত করা হয়েছে।

Operation Sindoor: মঙ্গলবার মধ্যরাতে প্রত্যাঘাত করেছে ভারত। পহেলগাঁও হামলার জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে। 'অপারেশন সিঁদুর'- এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। আর এর পরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন পাকিস্তানের সেনাবাহিনী। পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ভীমবের গলি এলাকায় পাক সেনা গুলিবর্ষণ করেছে বলে আগেই জানিয়েছেন ভারতীয় সেনা। এবার জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমানা বরাবর পাকিস্তানের তরফে নির্বিচারে গুলিবর্ষণের চালানোর ঘটনায় জম্মু ও কাশ্মীরে তিনজন নাগরিকের মৃত্যু হয়েছে।
Pakistan again violates the Ceasefire Agreement by firing Artillery in Bhimber Gali in Poonch- Rajauri area.#IndianArmy is responding appropriately in a calibrated manner. pic.twitter.com/mbOXnQ5mMd
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 6, 2025
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের উপরে, মূলত পুরুষদের গুলি করে খুন করা হয়েছিল। মোট ২৫ জন পর্যটকের মৃত্যু হয়। আর তাঁদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক ছিলেন। পহেলগাঁওয়ের এই হামলার পর থেকেই ফুঁসছিল গোটা দেশ। কবে প্রত্যাঘাত করবে ভারত? এই প্রশ্ন ঘুরছিল আমআদমির মনে। অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনাবাহিনী এবং বায়ুসেনাবাহিনী- এই তিন বাহিনীর তরফে প্রত্যাঘাত করা হয়েছে।
পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা ভারতের অপারেশন সিঁদুর। রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা। ১৫দিনের মাথায় ২৬জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক, জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস। জইশের ৪টি ঘাঁটি, লস্করের ৩টি ঘাঁটি, হিজবুল মুজাহিদিনের ২টি ঘাঁটি ধ্বংস। উড়িয়ে দেওয়া হল বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর। POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত। মুরিদকেতে লস্করের হেড কোয়ার্টারও ধুলিস্যাৎ। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ, কোটলী, ভিম্বর, চক আমরুর জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। অপারেশন সিঁদুরের পর জানানো হল বায়ুসেনার তরফে।
ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করল পাকিস্তান। ৬টি জায়গায় ভারতের ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা, দাবি পাকিস্তানের। হামলায় নিহত ৮, আহত ৩৫, দাবি পাক সেনার। ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী।





















