এক্সপ্লোর
Advertisement
‘রাজ্যবাসীর রায়ের পরিপন্থী’, 'অশুভ জোট', মহারাষ্ট্রে ভোটের পর জোট গড়ে শিবসেনা, কংগ্রেস, এনসিপির সরকার তৈরির উদ্যোগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন
আবেদনকারীর বক্তব্য, এখন উদ্ধব ঠাকরের শিবসেনা এনসিপি, কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছে সরকার গঠনের দাবি জানাতে, যা সেই ভোটারদের জালিয়াতি, প্রতারণার সমান, যাঁরা বিজেপির সঙ্গে আছে দেখেই শিবসেনাকে ভোট দিয়েছেন।
নয়াদিল্লি: মহারাষ্ট্রে নির্বাচন-পরবর্তী জোট গড়ে শিবসেনা, কংগ্রেস, এনসিপির সরকার তৈরির উদ্যোগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন। রাজ্যের দিনদৌসি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, জনৈক সুরেন্দ্র ইন্দ্রবাহাদুর সিংহ সর্বোচ্চ আদালতে দাবি করেছেন, ওই ৩ দল ভোটের ফল বেরনোর পর হাত মিলিয়ে রাজ্যবাসীর দেওয়া রায় অস্বীকার করছে, তাকে খাটো করার চেষ্টা করছে। অথচ ভোটের সময় শিবসেনা আর কংগ্রেস-এনসিপি পরস্পরের বিরুদ্ধে লড়েছে। তিন দল অশুভ জোট করছে এখন।
প্রসঙ্গত, অক্টোবরে হওয়া বিধানসভা ভোটে মহারাষ্ট্রে চারটি প্রধান দল আলাদা জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। একদিকে ছিল বিজেপি-শিবসেনা, অন্যদিকে কংগ্রেস-এনসিপি। বিজেপি-শিবসেনা জোটের নাম ছিল মহায়ুতি, কংগ্রেস-এনসিপি মহা আঘাদি নাম দেয় জোটের।
পিটিশনারের যুক্তি, প্রাক-নির্বাচনী রফার ফলে রাজ্যবাসী হয় বিজেপি বা শিবসেনা প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন, ধরে নিয়েছেন যে, তাঁরা মহায়ুতিকে ভোট দিচ্ছেন। একইভাবে কংগ্রেস বা এনসিপি, যাকেই মানুষ ভোট দিয়েছেন, তাঁরা মহা আঘাদির পক্ষে রায় দিয়েছেন। ভোটের ফল বেরনোর পর দেখা যায়, বিজেপি-শিবসেনা ১৬১টি আসন জিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পরে যদিও মুখ্যমন্ত্রী পদ সহ সব ক্ষমতা সমান বন্টনের দাবি ঘিরে দুদলের তিন দশকের জোট ভেঙে যায়। রাজ্যপাল আলাদা করে শিবসেনা ও এনসিপি-কে সরকার গঠনের দাবি পেশ করতে আমন্ত্রণ জানান। কিন্তু কেউই নির্ধারিত সময়সীমার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। ১২ নভেম্বর রাষ্ট্রপতি শাসন জারি হয় রাজ্যে।
আবেদনকারীর বক্তব্য, এখন উদ্ধব ঠাকরের শিবসেনা এনসিপি, কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছে সরকার গঠনের দাবি জানাতে, যা সেই ভোটারদের জালিয়াতি, প্রতারণার সমান, যাঁরা বিজেপির সঙ্গে আছে দেখেই শিবসেনাকে ভোট দিয়েছেন।
পিটিশনারের বক্তব্য, এখন রাজ্যপালের সাংবিধানিক দায়িত্ব হল ‘জনপ্রিয় সরকার’ তৈরির ভাবনা খতিয়ে দেখা। বর্তমান নির্বাচন-পরবর্তী জোটটি দুটি রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির ধারণার ওপর গড়ে উঠেছে। অথচ সেই দুটি দলকে মানুষ ভোটে হারিয়েছে। তিনি পুঞ্চি কমিশনের রিপোর্টের উল্লেখ করেন, যাতে বলা হয়েছে, ভোটের আগে একাধিক রাজনৈতিক দলের জোট হলে তাকে একটি দল বলেই বিচার করতে হবে এবং ত্রিশঙ্কু বিধানসভা হলে তাকেই সরকার গড়ার আমন্ত্রণ জানাতে হবে। সুতরাং শিবসেনা, এনসিপি-কে সরকার গড়তে রাজ্যপালের আমন্ত্রণ পুঞ্চি কমিশনের সুপারিশের পরিপন্থী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement