NZ vs ENG: ব্যাটে ঝড় তুললেন আরসিবির নতুন তারকা, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল ইংল্যান্ড
Jacob Bethell: ৩৭ বলে বেথেল ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংল্যান্ডের তরুণ অল রাউন্ডার। আট উইকেটে জয় পেল থ্রি লায়ান্সরা।
ক্রাইস্টচার্চ: দিনকয়েক আগেই আইপিএল নিলামে তাঁকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইংল্যান্ড প্রাক্তনী ইয়ান বেল তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সেই জেকব বেথেল (Jacob Bethell) নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে (NZ vs ENG 1st Test) দুরন্ত জয় পেল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। ৩৭ বলে বেথেল ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আট উইকেটে জয় পেল থ্রি লায়ান্সরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১৫১ রানে পিছিয়ে থাকা নিউজ়িল্যান্ড চতুর্থ দিনের শুরুতে মাত্র চার রানে এগিয়ে ছিল। কিউয়িদের হয়ে ব্যাটে নামেন ড্যারেল মিচেল। তাঁর ব্যাট থেকে আসে দুরন্ত ৮৪ রানের ইনিংস। ন্যাথান স্মিথ করেন ২১ রান। টেলএন্ডারদের সাহায্যে মিচেল ইনিংসটা খানিক এগিয়ে নিয়ে যান। তবে কিউয়িরা গত রাতের স্কোরের সঙ্গে ৯৯ রানের বেশি যোগ করতে পারেনি। ফলত ইংল্যান্ডের ম্যাচ জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। কিউয়ি ইনিংসের শেষ চার উইকেটের মধ্যে তিনটিই নেন ব্রাইডন কার্স। তিনি সব মিলিয়ে ইনিংসে ছয়টি ও ম্যাচে ১০টি উইকেট নেন।
ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে দলের ওপেনার জ্যাক ক্রাউলি এক রানের বেশি করতে পারেননি। বেন ডাকেট ২৭ রানের ইনিংস খেলেন। তবে বেথেল দুরন্তভাবে ৩৭ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। জো রুট ও ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড মাত্র ১২.৪ ওভারে ৮.২১-র রান রেটে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়। এটাই শতাধিক রান তাড়া করতে নেমে কোনও দলের সর্বকালের দ্রুততম জয়।
Brydon Carse and Jacob Bethell star on the fourth day as England secure a comfortable win 👏#WTC25 | #NZvENG 📝: https://t.co/P1YGKLPGcq pic.twitter.com/dTkPTM8cJw
— ICC (@ICC) December 1, 2024
এই জয়ের ফলে ইংল্যান্ডের প্রতি ম্যাচ থেকে পয়েন্টের শতকরা বেড়ে দাঁড়াল ৪৩.৭৫। আর নিউজ়িল্যান্ডের সেটা কমে হলে ৫০ শতাংশ। ভারতকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর যেটুকু আশা জাগিয়েছিল নিউজ়িল্যান্ড, তা বড় ধাক্কা খেল। পরের শনিবার থেকে দুই দল ফের একবার একে অপরের মুখোমুখি হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সমর্থকদের হুড়োহুড়ির মাঝেও শান্ত মাথায় সকলের আবদার মেটালেন রোহিত, জিতলেন মন, ভাইরাল ভিডিও