Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য শান্তি কামনা, স্বজনহারাদের শক্তি যোগাতে বিশেষ পুজো বদ্রীনাথে, 'সাধু সম্প্রদায় মর্মাহত..'
Ahmedabad Plane Crash Special Puja At Badrinath Dham : আমদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য শান্তি কামনা, বিশেষ পুজো বদ্রীনাথে

নয়াদিল্লি:আমদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শান্তি কামনায়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে বিশেষ প্রার্থনা করা হয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে। প্রিয়জনকে হারিয়েছেন যারা, তাঁদের মানসিক শক্তি দেওয়ার জন্য বিশেষ মুকুন্দানন্দ গিরির নেতৃত্বে প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি পুজোও করা হয়েছে বদ্রীনাথ ধামে। এই ঘটনা স্বামীজি মুকুন্দানন্দ গিরি জানিয়েছেন, এই দুর্ঘটনায় সাধু সন্তদের মনে প্রভাব পড়েছে। সকলেই মর্মাহত।
আমদাবাদ বিমানবন্দরে কেন ভেঙে পড়ল ড্রিমলাইনার বিমান? যান্ত্রিক ত্রুটি? নাকি এর পিছনে নাশকতাও থাকতে পারে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। স্বচ্ছ তদন্ত চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। স্পষ্ট ব্য়াখ্য়া দাবি করেছেন অখিলেশ যাদব। কয়েক সেকেন্ডের মধ্য়ে সব শেষ!মৃত্য়ু মিছিল! লন্ডন যাওয়ার জন্য় বিমানে উঠেছিলেন যাত্রী এবং চালক-সহ বিমানের কর্মীরা। কয়েক মিনিট পর ভাঙা থেকে বেরোল পুড়ে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া একের পর এক মৃতদেহ। বিমান যে বাড়িতে আছড়ে পড়ে, সেটা একটা মেডিক্য়াল কলেজ। সেখানেও অনেকের মৃত্য়ু হয়েছে বলে আশঙ্কা!কিন্তু, এত ভয়াবহ একটা বিপর্যয় ঘটল কীকরে? এত মানুষের মৃত্য়ু হল কেন? যান্ত্রিক ত্রুটি? পাইলটের ভুল? নাকি নাশকতা? এই বিপর্যয়ের পরই বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছ তদন্ত চেয়ে সরব হয়েছে।
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, এই বিপর্যয়ের কারণ খুঁজতে পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারের। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও সোশাল মিডিয়ায় লিখেছেন, আমদাবাদের বিমান বিপর্যয় নিয়ে দ্রুত স্পষ্ট ব্য়াখ্য়া দেওয়া হোক, যাতে আশঙ্কার জায়গা না থাকে।' কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, এই ঘটনার তদন্ত হওয়া উচিত। বিশেষ করে সুপ্রিম কোর্টের প্রাক্তন কিংবা বর্তমান বিচারপতি এই তদন্তে যুক্ত থাকলে, এই ঘটনায় কার দোষ ছিল তা বাইরে আসবে। পাইলটের দোষ ছিল নাকি যিনি নির্দেশ দিয়েছিলেন, সেই ব্যক্তির দোষ, নাকি চাপে পড়ে ওই বিমানটিকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন কোনও ব্যক্তি, সবটাই প্রকাশ্যে আসবে। সেইজন্যই এই তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। আমদাবাদ থেকে লন্ডন প্রায় সাত হাজার কিলোমিটার সফরের আগে, একাধিকবার বিমানের পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা! কিন্তু তারপরও এমনটা হল কী করে? প্রশ্ন উঠেছে।






















