Air India: হঠাৎ সাঁ সাঁ করে নেমে এল ৯০০ ফুট, মাঝ আকাশে ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে, রস্টার থেকে বাদ ২ পাইলটের নাম
Air India Flight Plunged Mid Air: গত ১২ জুন গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। আর তার ঠিক দু’দিন পর, ১৪ জুন এয়ার ইন্ডিয়ার ভিয়েনাগামী বিমান অল্পের জন্য রক্ষা পায়।

নয়াদিল্লি: আকাশে ওড়ার বদলে মাটির দিকে ধাবমান। আর তার পরই তীব্র শব্দ কেঁপে ওঠে চারিদিক। আমদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের পরিণতি সকলেই দেখেছেন। কিন্তু তার দু’দিন পরই এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমান একই পরিস্থিতির মুখে পড়ে বলে এবার জানা গেল। আকাশে ওড়ার সময় হঠাৎই সেটি প্রায় ৯০০ ফুট নীচে নেমে যায় বলে খবর। (Air India)
গত ১২ জুন গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। আর তার ঠিক দু’দিন পর, ১৪ জুন এয়ার ইন্ডিয়ার ভিয়েনাগামী বিমান অল্পের জন্য রক্ষা পায় বলে সামনে এল। দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। মাঝ আকাশে ওড়ার সময়ই হঠাৎ সাঁ সাঁ করে নীচের দিকে ধাবিত হয় বিমানটি। প্রায় ৯০০ ফুট নীচে নেমেও আসে। (Air India Flight Plunged Mid Air)
বিষয়টি এতদিন চাপা থাকলেও, বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA-র কাছে সম্প্রতি গোটা ঘটনা ফাঁস হয়ে যায়। আর তার পরই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। নিয়ম মেনে এই ঘটনায় পদক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এই মুহূর্তে। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত রস্টার থেকে বাদ দেওয়া হয়েছে ওই বিমানের দুই পাইলটকে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘পাইলটদের নিয়ে রিপোর্ট পেয়ে, নিয়ম মেনে DGCA-কে বিষয়টি জানানো হয়েছে। বিমানের রেকর্ডার থেকে যে তথ্য পাওয়া যায়, তা নিয়ে তদন্ত শুরু চলছে এই মুহূর্তে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা চলছে। রস্টার থেকে আপাতত বাদ রাখা হয়েছে দুই পাইলটকে।’
তবে মাঝ আকাশে বিপত্তি ঘটলেও, শেষ পর্যন্ত নিরাপদেই ভিয়েনায় ওই বিমানটি অবতরণ করে বলে জানা গিয়েছে। ৯ ঘণ্টা ৮ মিনিটের যাত্রা সেষে ভিয়েনায় নামে Boeing 777 বিমানটি। এর আগে, IndiGo-র একটি বিমানের পাইলটরাও ‘MAYDAY’, ‘MAYDAY’ বলে চিৎকার করে বার্তা পাঠান এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমে। তাঁদেরও রস্টার থেকে বাদ রাখার খবর সামনে আসে।
পর পর যেভাবে বিমানযাত্রায় বিপত্তির খবর আসছে, তা নিয়ে সংসদের বিশেষ কমিটি তদারকি শুরু করেছে। বিমান সংস্থাগুলিতে কর্মীর ঘাটতি থেকে ব্যবস্থাপনা সব খতিয়ে দেখবে তারা। ওই কমিটির মাথায় রয়েছেন সংযুক্ত জনতা দলের সাংসদ সঞ্জয় ঝা। ২৩ জুন সেই নিয়ে বৈঠকও রয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির।






















