এক্সপ্লোর
Advertisement
আলাবামা কলেজে চলছে করোনা পার্টি, নিমন্ত্রণ করছে আক্রান্তদের, কে আগে সংক্রমিত হবে, চলছে বাজি রাখা
আলাবামার কেউ করোনা পজিটিভ ধরা পড়লে তাঁকে ১৪ দিন কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। কোয়ারান্টাইন ভাঙলে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা হবে। এখনও পর্যন্ত আলাবামার ৩৮,০০০ বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ২,০৪৯ জন টাসকালুসা কাউন্টির বাসিন্দা। মারা গিয়েছেন ৯৪৭ জন।
আলাবামা: আমেরিকার আলাবামার টাসকালুসা এলাকার কলেজ পড়ুয়ারা এক উৎকট মজায় মেতেছে। তারা পার্টি দিচ্ছে, তাতে ডেকে আনছে করোনা আক্রান্তদের। তারপর নিজেদের মধ্যে বাজি ধরছে, কে আগে করোনা সংক্রমিত হবে। স্থানীয় আধিকারিকরা এ কথা জানিয়েছেন।
টাসকালুসা সিটির কাউন্সিলর সনিয়া ম্যাককিনস্ট্রি এক সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন। শহরের প্রথম চিফ রান্ডি স্মিথ জানিয়েছেন, তাঁদের কাছে এ ব্যাপারে খবর আসে, যে পড়ুয়ারা কোভিড পার্টি দিচ্ছে, তাতে করোনা আক্রান্তদের নিমন্ত্রণ করছে। প্রথমে তাঁরা ভেবেছিলেন, এ খবর নেহাত গুজব। কিন্তু পরে চিকিৎসকরা এর সত্যতা স্বীকার করেছেন, প্রশাসনও জানতে পেরেছে, ব্যাপারটা সত্যি।
ম্যাককিনস্ট্রি আরও জানিয়েছেন, শুধু করোনা আক্রান্তদের ডাকাতেই ওই পার্টি শেষ হচ্ছে না। এরপর পড়ুয়ারা আবার বাজি রাখছে, নিজেদের মধ্যে কে আগে অসুস্থ হবে তার ওপর। একটা পাত্রে টাকা রাখা হচ্ছে, তারপর চেষ্টা চলছে তাড়াতাড়ি অসুস্থ হওয়ার। যে আগে আক্রান্ত হবে সে ওই পাত্রটা পাবে।
কোন কলেজের ছেলেমেয়েরা এমন মারণ খেলায় মেতেছে তা সরকারি আধিকারিকরা জানাননি। তবে টাসকালুসায় সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান আলাবামা বিশ্ববিদ্যালয়। করোনা সংক্রমণের জেরে মার্চ থেকে ক্লাস নেওয়া বন্ধ রয়েছে সেখানে। ম্যাককিনস্ট্রি বলেছেন, এখানে আমাদের এমন লোকের মুখোমুখি হতে হচ্ছে, যারা ইচ্ছে করে করোনা ছড়ানোর চেষ্টা করছে। কী করে সেই অসুখের সঙ্গে লড়াই করা সম্ভব, যা এরা টানা ছড়িয়ে চলেছে?
আলাবামার কেউ করোনা পজিটিভ ধরা পড়লে তাঁকে ১৪ দিন কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। কোয়ারান্টাইন ভাঙলে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা হবে। এখনও পর্যন্ত আলাবামার ৩৮,০০০ বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ২,০৪৯ জন টাসকালুসা কাউন্টির বাসিন্দা। মারা গিয়েছেন ৯৪৭ জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement