Whisky Price: মার্কিন হুইস্কি উপর শুল্ক কমাল ভারত, এবার জলের দরে পাওয়া যাবে এই সুরা?
America's Bourbon Whiskey: এতদিন এই হুইস্কি থেকে ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত। এখন থেকে তা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হল।

কলকাতা: সুরাপ্রেমীদের জন্য এবার সুখবর। দাম কমছে মার্কিন হুইস্কির। মোদির আমেরিকা সফরের মাঝেই বারবন হুইস্কির আমদানি শুল্ক একধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি অর্থমন্ত্রকের রাজস্ব দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানেই বলা হয়েছিল, আমেরিকার বারবন হুইস্কির আমদানিতে এবার থেকে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। ট্রাম্প-মোদির বৈঠকের আগেই ভারত সরকার আমেরিকান হুইস্কির ওপর থেকে ৫০ শতাংশ কর তুলে নিয়েছে। এই হুইস্কি আরও সস্তায় মিলবে ভারতীয় বাজারে। যা হাসি ফোটাবে সুরাপ্রেমীদের মুখেও।
দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি দেশে ফিরেছেন শুক্রবার রাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি। বৈঠকের ঠিক আগেই ত ঘোষণা করেন যে সব দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পালটা কর চাপাবে আমেরিকা। আলাদা করে ভারতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ভারতে প্রায় অন্য যে কোনও দেশের তুলনায় বেশি শুল্ক বসায়।’
আরও পড়ুন, পকেটেই ধরল আগুন, বিকট শব্দে ফাটল মোবাইল! গুরুতর আহত মহিলা!
এই হুইস্কি অত্যন্ত জনপ্রিয়। এতদিন এই হুইস্কি থেকে ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত। এখন থেকে তা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হল। বাকি হুইস্কির ক্ষেত্রে অবশ্য শুল্ক ১৫০ শতাংশই থাকবে। প্রসঙ্গত, ভারতে যত বিদেশি মদ আমদানি করা হয়, তার প্রায় এক চতুর্থাংশ বা ২৫ শতাংশই বারবন হুইস্কি। ২০২৩–২৪ সালে ভারত ২.৫ মিলিয়ন ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল।
১৯৬৪ সালে, মার্কিন কংগ্রেস বারবনকে "মার্কিন যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র পণ্য" হিসেবে স্বীকৃতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বারবন ডিস্টিলারগুলি কেনটাকি এবং টেনেসি রাজ্য থেকে আসে। এই হুইস্কি প্রযুক্তিগতভাবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি করা যেতে পারে। ভারতে পাওয়া যায় এমন বারবন হুইস্কির প্রধান ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে, জ্যাক ড্যানিয়েলস, জিম বিম, উডফোর্ড রিজার্ভ, মেকার্স মার্ক, জেন্টলম্যান জ্যাক এবং ওল্ড ফরেস্টার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















