Viral News: পকেটেই ধরল আগুন, বিকট শব্দে ফাটল মোবাইল! গুরুতর আহত মহিলা!
Viral Video: গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। সেখানে দেখা যায় ওই মহিলা এবং স্বামী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় আচমকা প্যান্টের পকেটে বিকট শব্দে ফাটে মোবাইল।

নয়া দিল্লি: নিত্যদিনের মতো অভ্যাসবশত বাজারে গিয়েছিলেন। দোকান থেকে জিনিসপত্রও কিনছিলেন, সেই সময়েই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। যা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। মুদিখানার কেনাকাটার সময় পিছনের পকেটে রাখা ফোন ফেটে ভয়ঙ্কর আগুনে পুড়ল মহিলার শরীর।
গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। সেখানে দেখা যায় ওই মহিলা এবং স্বামী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় আচমকা প্যান্টের পকেটে বিকট শব্দে ফাটে মোবাইল। শুধু তাই-ই নয়, আগুনও ধরে যায়। জিন্স থেকে ধোঁয়া বেরতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার পিঠের নিচের অংশ থেকে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে আগুন নেভানোর জন্য মরিয়া চেষ্টা করে ওই মহিলা এবং তার স্বামী।
দ্য ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই মহিলাকে দ্রুত আলফ্রেডো আবরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তার হাত, পিঠ এবং শরীরের নিচের অংশে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি বার্নের চিকিৎসা করেন।
জানা গিয়েছে মোটোরোলা মোটো E32 নামের ফোনটি ফেটেই এই ঘটনাটি ঘটেছে। খবর, মাত্র ১ বছর আগে এই ফোনটি কিনেছিলেন মহিলা। কিন্তু মাত্র ১ বছরের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েই প্রশ্ন উঠছে। এদিকে, এই ঘটনায় ভেঙে পড়েছেন ওই মহিলার স্বামী।
View this post on Instagram
আরও পড়ুন, রেল লাইনে আটকে গেল গাড়ি, দুমরে মুচরে দিল ট্রেন! ভয়ঙ্কর ঘটনায় আতঙ্কে ড্রাইভার!
এই ঘটনার পরই ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার বিপদ সম্পর্কে অন্যদের সতর্ক করা গুরুত্বপূর্ণ এমনটাই মনে করেছেন অনেকে।
যদিও এই ভাইরাল খবরের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















