Plane Catches Fire: যাত্রীভর্তি বিমানের চাকায় আগুন, উড়ানের ঠিক আগের মুহূর্তে ধোঁয়ায় ঢাকল চারিদিক, লাফিয়ে নামলেন যাত্রীরা
American Airlines Flight Fire: আমেরিকার ডেনভার বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: রানওয়ে ছেড়ে ওড়ার আগেই বিমানে আগুন। ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। সেই আবহে হুড়োহুড়ি পড়ে গেল। পড়িমরি করে বিমান থেকে লাফিয়ে বেরিয়ে এলেন যাত্রীরা। একজন আহত হয়েছেন বলেও খবর মিলছে। তবে মারাত্মক কিছু ঘটেনি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে বলে খবর। (Plane Catches Fire)
আমেরিকার ডেনভার বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময়য় অনুযায়ী, শনিবার সকালে আমেরিকান এয়ারলাইন্সের 3023 বিমানটি উড়ানের জন্য প্রস্তুতি দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে অবতরণের কথা ছিল মায়ামিতে। বিমানে সওয়ার ছিলেন ১৭৩ জন যাত্রী। (American Airlines Flight Fire)
কিন্তু উড়ানের ঠিক কয়েক মুহূর্ত আগে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টার মধ্য়েই হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আপদকালীন সাইরেন বাজতে শুরু করে। আতঙ্ক ছড়ায় চারিদিকে।
This is becoming routine for airline travel. This is American Airlines in Denver.
— Spitfire (@DogRightGirl) July 26, 2025
Rear wheels blew. pic.twitter.com/NJ7akXtNB9
সেই অবস্থায় বিমানের এমার্জেন্সি স্লাইডটি খুলে দেওয়া হয়। আতঙ্কিত যাত্রীরা তার উপরই লাফ দেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের যে কথোপকথন সামনে এসেছে, তাতে একজনকে বলতে শোনা যায়, “দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে।” কিছু ক্ষণ পর আবারও বলেন, “আগুনও জ্বলছে।” বিমানের পাইলটের সঙ্গে কথা হচ্ছিল তাঁর।
🚨 BREAKING: Chaos on the tarmac in Denver as an American Airlines Boeing 737 MAX 8 aborts takeoff after its left main wheel catches fire
— Sarcasm Scoop (@sarcasm_scoop) July 27, 2025
Passengers flee Flight 3023 bound for Miami as smoke billows—1 hospitalized, 179 others safely evacuated
📍Denver International Airport
🎥… pic.twitter.com/1V10ZKUuqL
ডেনভারের দমকল বিভাগ জানায়, আগুন নেভানো গিয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। যে বিমানটিতে আগুন লাগে, সেটি বোয়িংয়ের তৈরি MAX8 বিমান। বিমানের চাকায় আগুন লাগল কীভাবে, বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। তবে ১৭৩ জন যাত্রী এবং ছয় বিমানকর্মীকে নিরাপদে বের করে আনা গিয়েছে। ছ’জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। পরে অন্য বিমানের বন্দোবস্তকরা হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, রক্ষণাবেক্ষণের সময় বিমানের চাকায় সমস্যা দেখা দেয়। আগুন ধরে যায় টায়ারে। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারেই সমস্যা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পর পর বিমান দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কে ছড়াচ্ছে। আবারও বোয়িংয়ের বিমানের চাকাতেই আগুন ধরল। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকে তাদের নিয়েও কাটাছেঁড়া চলছে লাগাতার।






















