Covid Mask Rule: ফের বাড়ছে করোনা, বছর শেষের আগেই ফিরছে মাস্ক বিধি!
China Covid: নীতি আয়োগের তরফে ভিকে পল বলেন, "আপনি যদি কোনও জমায়েতে যান তাহলে অবশ্যই মাস্ক পরুন। তা সে বাইরে হোক বা ভিতরে। কম বয়সি, বেশি বয়সির প্রশ্ন নয়, সকলেই এই নিয়ম মেনে চলুন।"
নয়া দিল্লি: ফের কোভিডের (Covid) বাড়বাড়ন্ত। তিন বছর আগে, যে চিন (China) থেকে করোনা (Coronavirus) সংক্রমণ ছড়াতে শুরু করেছিল, সেখানে আবার চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সতর্ক ভারত (India)। স্বাস্থ্যমন্ত্রকের (Health Minister) তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফের মাস্ক বিধি ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়েছে। সামনেই বড়দিন এবং নতুন বছর উদযাপন রয়েছে। তার আগেই সতর্ক কেন্দ্র সরকার।
স্বাস্থ্য সচিবের দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ভাইরাসের চরিত্র বুঝতে জোর দিতে হবে জিনোম সিকোয়েন্সিংয়ে। করোনার কোনও নতুন প্রজাতি এসেছে কিনা, তা খুঁজে বার করতে হবে। বুধবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি নীতি আয়োগের তরফে ভিকে পল বলেন, "আপনি যদি কোনও জমায়েতে যান তাহলে অবশ্যই মাস্ক পরুন। তা সে বাইরে হোক বা ভিতরে। কম বয়সি, বেশি বয়সির প্রশ্ন নয়, সকলেই এই নিয়ম মেনে চলুন।"
আরও পড়ুন, 'ভাত, মুসুরির ডাল, পোস্তর বড়া ও আলু পোস্ত', থানায় কেষ্টর মধ্যাহ্নভোজ জমজমাট
এমনকি প্রিকশন ডোজ নিতেও বলা হচ্ছে সকলকে। নীতি আয়োগের সদস্য বলেন, "এখনও পর্যন্ত ভারতের মোট জনসংখ্যার ২৭ থেকে ২৮ শতাংশ এই করোনা প্রতিরোধী প্রিকশন ডোজটি নিয়েছেন। এটিকে অতি অবশ্য নেওয়া উচিত সকলের।" আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, চিনে ফের অনেকটাই বেড়েছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে উৎসব আবহে বাড়তি সতর্ক হতে চাইছে কেন্দ্র।
২০২০ সালে করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত হয়েছে গোটা বিশ্ব। লকডাউনের সময় এক ভয়ঙ্কর সময় কাটিয়েছে সকলেই। ফলে ফের আরেকবার লকডাউনে যাওয়ার চিন্তাই এখন নতুন করে আশঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই শীতেই ফের সংক্রমণে গতি বৃদ্ধি করবে করোনা। আগামী মাসের মধ্যে কয়েক লক্ষ প্রাণহানিরও সম্ভাবনার কথা জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে।