এক্সপ্লোর
Advertisement
জল্পনার মধ্যেই বিজেপিতে যোগ দিয়ে ঘনিষ্ঠ তৃণমূল নেতা সিরাজের দাবি, শুভেন্দুর আশীর্বাদ চেয়েছেন!
শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা উস্কে দিয়েছে বিজেপি-ও। দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় দরজা খোলা আছে,উনি আসতেই পারেন বলে তাঁকে স্বাগত জানিয়েছেন। যদিও প্রবল জল্পনার মধ্যেই শুভেন্দু ধন্দ জিইয়ে রেখেছেন।
পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারী কি করবেন তা এখনও স্পষ্ট নয়। বুধবার তাঁর জেলাতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাঁরই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, তথা তৃণমূল নেতা সিরাজ খান। শুভেন্দুকে দলে রাখতে তাঁর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দু যে দাবিদাওয়া জানিয়েছেন, তা নিয়েও আলাদা করে বৈঠকে বসেছেন তৃণমূলের সাংসদরা।
এই প্রেক্ষাপটে বুধবার তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়ে শুভেন্দু-ঘনিষ্ঠ সিরাজের দাবি, তাঁকে আশীর্বাদ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, যেমন চেয়েছি কাজ করতে পারছি না, শুভেন্দুকে মেসেজ করি, তিনি আশীর্বাদ করেছেন আমায়। আজ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় তাঁকে দলে স্বাগত জানান। যে মঞ্চে সিরাজ গেরুয়া শিবিরে যোগদান করেন, সেখানে তাঁর সামনেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে।
প্রসঙ্গত, শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা উস্কে দিয়েছে বিজেপি-ও। দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় দরজা খোলা আছে,উনি আসতেই পারেন বলে তাঁকে স্বাগত জানিয়েছেন। যদিও প্রবল জল্পনার মধ্যেই শুভেন্দু ধন্দ জিইয়ে রেখেছেন। তার মধ্যেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত সংখ্যালঘু সম্প্রদায়ের এই নেতা গেরুয়া ক্যাম্পে নাম লেখালেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement