এক্সপ্লোর
Advertisement
বাংলাকে গরিব করেছেন ‘পিসি’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মালব্যের, পাল্টা শাহের ছেলের নাম টানলেন নুসরত
নাম না করে তিনি মুখ্যমন্ত্রীর পরিবারকেই নিশানা করেন। টুইট করে মালব্যকে জবাব দিয়েছেন নুসরত।
কলকাতা: ২০২১ এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য়ে পা রাখার পর থেকেই ক্রমাগত শাসক দলকে নিশানা করে চলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আজ তিনি নাম না করে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিবারকে বিঁধে টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘’পিসি বাংলাকে গরিব করে ছেড়েছেন। ২০১১-২০১২ সালে বাংলার মাথাপিছু নেট স্টেট ডোমেস্টিক প্রডাক্ট বা এনএসডিপি জাতীয় গড়ের তুলনায় কিছুটা বেশি ছিল। কিন্তু ২০১৮-২০১৯ এর তথ্য অনুযায়ী তা দাঁড়িয়েছে ১,০৯,৪৯১-তে। যা জাতীয় গড় ১.২৬ লক্ষের চেয়ে অনেক কম। গত ৯ বছরে বাংলায় একটা পরিবারেরই আয় বেড়েছে। ‘’ অর্থাত নাম না করে তিনি মুখ্যমন্ত্রীর পরিবারকেই নিশানা করেন।
For once, @amitmalviya has unknowingly spoken the truth when he says that in the last few years only one family's income has increased!@AmitShah's son's company saw a massive increase in income of almost 15000%. Malviya ji, care to share the secrets?https://t.co/0HfG4Id05I https://t.co/FjrelbwerQ
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) November 24, 2020
এরপরই আসরে নামেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। টুইট করে মালব্যকে জবাব দিয়েছেন তিনি। টুইটার হ্যান্ডলে নুসরত লেখেন, ‘’অমিত মালব্য বলেছেন গত কয়েক বছরে একটা পরিবারের আয় বেড়েছে। নিজের অজ্ঞাতেই সত্য়িটা বলে ফেলেছেন তিনি। অমিত শাহর ছেলের সংস্থার আয় বেড়েছে প্রায় ১৫ হাজার শতাংশ। মালব্যজি কি এর রহস্যটা বলবেন?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement