Amit Shah Fake Video : 'BJP ক্ষমতায় এলে SC, ST সংরক্ষণ থাকবে না' শাহের 'বিকৃত ভিডিও' প্রচার-কারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
Loksabha Election 2024 : পুলিশ ওই বিকৃত ভিডিওটি আপলোড করা অ্যাকাউন্টগুলির বিশদ তথ্য জানতে চেয়েছে X এবং Facebook-এর থেকে।
নয়া দিল্লি : দেশব্যাপী চলছে লোকসভা নির্বাচন। ৭ দফার মধ্যে হয়ে গিয়েছে ২ দফা। আর এই নির্বাচনের মাঝেই নয়া বিতর্ক মাথাচাড়া দিয়েছে অমিত শাহর একটি ভিডিও ঘিরে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ভিডিও-য় সংরক্ষণের বিরুদ্ধে বক্তব্য পেশ করতে শোনা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সংরক্ষণের আওতায় পড়া জনজাতি, উপজাতি ও ওবিসিদের জন্য সংরক্ষণ তুলে নেওয়ার পক্ষে সওয়াল করছেন। এই ভিডিওর বক্তব্য নিয়ে হইচই পড়ে যায়। বহু মানুষ বিজেপির এই নীতির বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় লেখালিখি শুরু করে। আর সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভুয়ো বলে অভিযোগ দায়ের করেছে বিজেপি। রবিবার দিল্লি পুলিশে এফআইআর দায়ের করা হয়।
এই অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সবকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে নোটিশ পাঠাবে বলে ঠিক করেছে। যেখানে-যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিডিওটি আপলোড করা হয়েছে, তাদেরই নোটিস পাঠানো হবে। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির সংরক্ষণ বাতিল করার আহ্বান জানাতে শোনা গিয়েছে তাঁকে। ভিডিওটি বিকৃত করা বলে জানিয়েছে পুলিশ। বিজেপির আইটি সেলের তরফে দাবি করা হয়েছে, তেলঙ্গনায় মুসলিমদের সংরক্ষণ নিয়ে অমিত শাহ একটি বক্তব্য রেখেছিলেন, তা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। কংগ্রেস সম্পূর্ণ ফেক ভিডিয়ো প্রচার করছে। এতে বড় মাপের হিংসা ছড়াতে পারে। মন্তব্য করেন অমিত মালব্য ।
রবিবার বিজেপির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। পুলিশ ওই বিকৃত ভিডিওটি আপলোড করা অ্যাকাউন্টগুলির বিশদ তথ্য জানতে চেয়েছে X এবং Facebook-এর থেকে। জানা গিয়েছে, কংগ্রেসের বিভিন্ন প্রদেশের অফিসিয়াল হ্যান্ডেল সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ভিডিওটি শেয়ার করা হয়। সেই সঙ্গে তারা দাবি করে, যদি আবার বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে আর ওবিসি এবং এসসি/এসটি সংরক্ষণ থাকবে না। দিল্লি পুলিশ সূত্রে খবর, আধিকারিকদের একটি দল আজ তেলেঙ্গানায় পৌঁছবে এবং তেলেঙ্গানা কংগ্রেস অফিসে একটি নোটিশ দেবে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন যেসব কংগ্রেস নেতারা, তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশ ডেকে পাঠাতে পারে বলে সূত্রের খবর। মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবার দিল্লি পুলিশের সদর দফতরে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক হয়েছে ।
আরও পড়ুন :
মায়ের কোল ফসকে সান-শেডে ৮ মাসের শিশু ! চরম পরিণতি থেকে কী ভাবে বাঁচল একরত্তি? দেখুন ভিডিও