'প্রত্যেক ভারতীয় মোদির নেতৃত্বে নিরাপদ মনে করেন,' প্রধানমন্ত্রীর প্রশংসায় ট্যুইট অমিতের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, 'সত্যটা প্রকাশ্যেই। গোটা বিশ্ব প্রধানমন্ত্রীর প্রশংসা করছে।...'
নয়াদিল্লি: দক্ষ হাতে দেশে গ্রাস করা করোনা-সঙ্কটের মোকাবিলা করার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী যে পন্থা অবলম্বন করেছেন তাকে কুর্ণিশ জানাচ্ছে গোটা বিশ্ব। তিনি যোগ করেন, প্রত্যেক ভারতীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন এবং নিজেদের নিরাপদ মনে করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন,
Truth is self evident! Entire world is praising PM @narendramodi, the way he is handling COVID-19 global pandemic, taking care of Indians and helping the world community in such challenging times. Every Indian is feeling safe and trusts his leadership. pic.twitter.com/caq5y8Hjio
— Amit Shah (@AmitShah) April 23, 2020
গতকালই, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা তথা ধনকুবের সমাজসেবক বিল গেটস করোনা মোকাবিলার জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিঠি লেখেন। সেখানে গেটস জানান, কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় দেশের বিরাট ডিজিটাল সক্ষমতাকে দারুনভাবে ব্যবহার করেছেন মোদির নেতৃত্বাধীন সরকার।
বিল গেটস বলেন, ভারতে কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধি রোধ করতে যে ভাবে আপনি ও আপনার সরকার বিভিন্ন সক্রিয় ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে আপনার এই নেতৃত্বদানের আমরা প্রশংসা করছি। দেশব্যাপী লকডাউন থেকে শুরু করে পরীক্ষার পরিধি বৃদ্ধির মাধ্যমে আইসোলেশনের জন্য হটস্পট চিহ্নিতকরণ, কোয়ারান্টিন প্রক্রিয়া এবং সর্বোপরি স্বাস্থ্যের পরিকাঠামো উন্নত করতে এই খাতে বরাদ্দ ও খরচ বৃদ্ধি এবং ডিজিটাল উদ্ভাবন ও গবেষণার কাজকে গুরুত্ব --- এসবের জন্য আমরা আমরা নেতৃত্বকে কুর্ণিশ করছি।