এক্সপ্লোর
Advertisement
দিল্লি পুলিশকে খোলাখুলি ‘বাঁচালেন’ অমিত শাহ, এরপর ন্যয়বিচারের আশা নেই, কটাক্ষ ওয়েইসির
গতকালের ভাষণে দিল্লির বাইরে অন্যত্র দাঙ্গা ছড়াতে দেয়নি বলে দাবি করে তার কৃতিত্ব দিয়ে দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করেন শাহ।
নয়াদিল্লি: দিল্লির হিংসা নিয়ে গতকাল লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের ভাষণে তীব্র প্রতিক্রিয়া দিলেন আসাদুদ্দিন ওয়েইসি। এআইএমআইএম শীর্ষনেতা দিল্লি হিংসা নিয়ে বিতর্কের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খোলাখুলি দিল্লি পুলিশকে সমর্থন করেছেন বলে অভিযোগ করেছেন। বলেছেন, শুধু দিল্লি পুলিশের জন্যই দাঙ্গা হয়েছে, কিন্তু উনি খোলাখুলি ওদেরই আড়াল করলেন। গর্ব করে বললেন, ৩৬ ঘন্টার মধ্যে সাম্প্রদায়িক অশান্তি বন্ধ করা গিয়েছে। ওয়েইসি আরও বলেন, দিল্লি পুলিশকে বাঁচানোর একটাই কারণ হতে পারে- উনি (অমিত শাহ) চান না, বিশেষ করে যে মুসলিমরা অশান্তিতে নিহত হয়েছে, যাদের বাড়িঘর জ্বলেছে, তারা ন্যয়বিচার পাক। অমিত শাহের বক্তব্যের পর আর কোনও ন্যয়বিচারই মিলবে না। ১৯৮৪র দিল্লি দাঙ্গায় শিখরা যেমন সুবিচার পায়নি, তেমনই এবারের দিল্লির হিংসায় মৃত মুসলিমরাও পাবে না বলে মন্তব্য করেন ওয়েইসি।
গতকালের ভাষণে দিল্লির বাইরে অন্যত্র দাঙ্গা ছড়াতে দেয়নি বলে দাবি করে তার কৃতিত্ব দিয়ে দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা করেন শাহ।
ওয়েইসি আরও বলেন, আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনও বর্তমান বিচারপতির নেতৃত্বে তদন্ত ও অনুসন্ধান আইনে কমিশন গড়া উচিত বলে দাবি করলেও তা মানা হয়নি। সিট কী করবে? দিল্লিতে একতরফা ধরপাকড়, গ্রেফতার চলছে। ১১০০-র ওপর মুসলিমকে বোআইনি ভাবে আটক করা হয়েছে। তাছাড়া নিজের দলের সাংসদদের সম্পর্কে একটিও বাক্য ব্য়য় করেননি তিনি। কপিল মিশ্রকে নিয়ে কিছুই বলেননি। ওয়ারিস পঠান সম্পর্কে যতটা জানি, তিনি মন্তব্য ফিরিয়ে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অনুরাগ ঠাকুর বা কপিল মিশ্রের বিরুদ্ধে একটাও এফআইআর হয়েছে? সরকার ওদের বাঁচানোর চেষ্টা করছে। দেশ কিন্তু সবই দেখছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement