এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AMU Land Lease Row: ৯০ বছরের লিজ শেষ, জমি ফেরত দিন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে দাবি রাজা মহেন্দ্র প্রতাপ সিংহের উত্তরসূরীদের
মহেন্দ্র প্রতাপ সিংহ ছিলেন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রাক্তনী। ওই শিক্ষা প্রতিষ্ঠানই পরে এএমইউ-তে পরিণত হয়। ১৯২৯ সালে বিশ্ববিদ্যালয়কে ৩.০৪একর জমি দান করেছিলেন তিনি।
![AMU Land Lease Row: ৯০ বছরের লিজ শেষ, জমি ফেরত দিন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে দাবি রাজা মহেন্দ্র প্রতাপ সিংহের উত্তরসূরীদের AMU Land Lease Row late Jat king Mahendra Pratap Singh Descendants demand Aligarh Muslim University return land given to university AMU Land Lease Row: ৯০ বছরের লিজ শেষ, জমি ফেরত দিন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে দাবি রাজা মহেন্দ্র প্রতাপ সিংহের উত্তরসূরীদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/09121513/amu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জাঠ রাজা মহেন্দ্র প্রতাপ সিংহের উত্তরসূরীরা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে (এএমইউ) প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর দেওয়া জমি ফেরত দিতে বলল। ৯০ বছরের লিজের মেয়াদ শেষ হওয়ার ফলে ওই জমি ফেরত চাইছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়কে লেখা চিঠিতে প্রয়াত রাজার বংশধররা বলেছেন, লিজে দেওয়া জমির ওপর তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘তিকোনিয়া পার্ক’ ও শহরের স্কুল। তাঁদের যুক্তি, এখন সেই জমির লিজের মেয়াদ শেষ হওয়ায় তা ফেরত দেওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের। ওই জমিতে গড়ে ওঠা স্কুলের নামও মহেন্দ্র প্রতাপ সিংহের নামে করার দাবি করেছেন তাঁরা। ২০১৮ সালেও এএমইউয়ের নাম বদলে তাঁর নামে করার দাবি তোলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নার ছবিকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দেওয়ায়।
মহেন্দ্র প্রতাপ সিংহ ছিলেন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রাক্তনী। ওই শিক্ষা প্রতিষ্ঠানই পরে এএমইউ-তে পরিণত হয়। ১৯২৯ সালে বিশ্ববিদ্যালয়কে ৩.০৪একর জমি দান করেছিলেন তিনি।
প্রয়াত রাজার পরিবারের লোকজনের দাবি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক তারিক মনসুরের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে অ্য়াকাডেমিক কাউন্সিল। কমিটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে তাদের রিপোর্ট পেশ করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)