'অসাধারণ একজন মানুষ, যিনি আমাকে নিঃশর্ত ভালবাসা দিয়েছেন', স্বামী অনিলের জন্মদিনে আবেগঘন বার্তা টিনা অম্বানির
টিনার এই শুভেচ্ছা বার্তায় মন কেড়ে নিয়েছে অনেকের...
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় টিনা অম্বানি। সম্প্রতি মুকেশ পুত্র আকাশ ও পুত্রবধূ শ্লোকার উদ্দেশে বার্তা দেন তিনি সোশ্যাল মিডিয়ায়। ঋষি কপূর প্রয়াত হবার পরও টিনার আবেগপ্রবণ পোস্ট নজর কেড়েছিল নেটিজেনদের। এবার স্বামী অনিল অম্বানির জন্মদিনের শুভেচ্ছা বার্তায় মন কেড়ে নিলেন অনেকের। টিনা লেখেন, “ স্বামী হিসেবে অসাধারণ একজন মানুষ, যিনি আমাকে নিঃশর্ত ভালবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, বাবা হিসেবেও আমাদের সন্তানদের ভালবাসা দিয়ে বড় করেছেন, শিখতে দিয়েছেন। একজন নিষ্ঠাবান ছেলে, যিনি সর্বদা পরিবারকে সবথেকে বেশি মর্যাদা দিয়েছেন। শুভ জন্মদিন অনিল। তুমি সেই বাতাস যাতে আমি আমার ডানা মেলে ধরি।”
সেই সঙ্গে টিনা অনিল ও তাঁর বেশ কিছু ছবি শেয়ার করেন। পোস্ট করেন পারিবারিক বেশ কিছু ছবিও।
১৯৫৯ সালে ৪ জুন জন্ম ধীরুভাই অম্বানির ছেলে অনিলের। স্ত্রী টিনা ছাড়াও অনিলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন কন্যা শ্বেতাও। বার্তা দিয়েছেন অনিল কপূরের স্ত্রী সুনীতাও।