India-Pakistan: অঞ্জু এখন ফতিমা! পাকিস্তানে গিয়ে ধর্ম বদল করে পাক যুবককে বিয়ে ভারতীয় মহিলার
Indian Woman Marry Pak Man: পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এমনকী নাম পরিবর্তন করে অঞ্জু থেকে ফতিমা হয়েছেন তিনি। এরপরই নাসরুল্লার সঙ্গে বিয়ে সারেন তিনি।
নয়া দিল্লি: ফেসবুকের (Facebook) বন্ধুত্ব থেকে প্রেম (Love), সেই টানেই বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে (Pakistan) পাড়ি দিয়েছিলেন রাজস্থানের (Rajasthan) অঞ্জু (Anju)। স্বামী এবং দুই সন্তানকে রেখে পাকিস্তানের গ্রামে চলে গিয়েছিলেন তিনি। এবার সেখানে ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে পাক (Pakistan) যুবককেই বিয়ে করলেন ভারতীয় মহিলা।
মঙ্গলবার উচ্চ জেলা আদালতেই এ বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের কাইলোর গ্রামে জন্ম ৩৪ বছর বয়সি অঞ্জু বর্তমানে রাজস্থানের আলওয়ার জেলায় থাকতেন। তবে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এমনকী নাম পরিবর্তন করে অঞ্জু থেকে ফতিমা হয়েছেন তিনি। এরপরই নাসরুল্লার সঙ্গে বিয়ে সারেন তিনি।
কিন্তু, এর আগে ২৯ বছর বয়সী নাসরুল্লা বলেছেন যে ৩৪ বছর বয়সী অঞ্জুকে বিয়ে করার কোনও পরিকল্পনা তার নেই। জানা গিয়েছে, ২০১৯-এ নাসরুল্লা ও অঞ্জু ফেসবুকে বন্ধুত্ব করেছিলেন। এরপর চলত কথা। পেশোয়ার থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে জেলার কুলশো গ্রাম থেকে নাসরুল্লা ফোনে সংবাদসংস্থা পিটিআইকে বলেন, অঞ্জু পাকিস্তানে এসেছেন ঠিকই, তবে বিয়ে করার কোনও পরিকল্পনা তাঁদের নেই।
তিনি এও বলেন, 'অঞ্জুর ভিসার মেয়াদ শেষ হলেই তিনি ভারতে ফিরে যাবেন। অঞ্জু অন্যান্য মহিলাদের সঙ্গে বাড়ির একটি ঘরে থাকছেন।' নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের একটি অফিসিয়াল নথি অনুসারে, অঞ্জুকে ৩০ দিনের ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
আরও পড়ুন, গেরুয়া বসন, পায়ে খড়ম, বিলাসবহুল গাড়িতে চালকের আসনে বাবা রামদেব! জোর তরজা শুরু
#BREAKING | भारत की अंजू पाकिस्तान में 'फातिमा' बनी, दोस्त नसरुल्ला से शादी रचाई
— ABP News (@ABPNews) July 25, 2023
'मातृभूमि' @Sheerin_sherry के साथ#MatrBhumiOnABP #Pakistan #AnjuinPakistan #AnjuNasrullah pic.twitter.com/6KjHTE8y1H
এই প্রসঙ্গে রাজস্থানে থাকা অঞ্জুর স্বামী অরবিন্দ জানিয়েছিলেন, অঞ্জু জয়পুর যাওয়ার অজুহাতে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু পরে পরিবার জানতে পারে যে সে পাকিস্তানে রয়েছে। তার স্ত্রী শীঘ্রই ফিরে আসবেন। তাঁদের ১৫ বছরের একটি মেয়ে এবং ৬ বছরের একটি ছেলেও রয়েছে।