Watch: পতাকা-কাণ্ডের জের! লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে কড়া নিরাপত্তা বলয়
Indian High Commission: মেট্রোপলিটন পুলিশের তরফে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনের সামনে।
লন্ডন: ভারতে খালিস্তানি নেতা অমৃতপাল সিংহের (Amritpal Singh) খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিয়ে এখনও পলাতক অমৃতপাল। অন্যদিকে তার জের দেখা গিয়েছিল লন্ডনে। ব্রিটেলে ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) ভিতরে ঢুকে পতাকা নামিয়ে দিয়েছিলেন খালিস্তানপন্থীরা। সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল ভারতে তরফে। দূতাবাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তারপরেই কড়া নিরাপত্তা বলয় দেখা গেল সেখানে। মেট্রোপলিটন পুলিশের তরফে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনের সামনে।
#WATCH | London, UK | Anti-India protests by Khalistanis behind Police barricade. Metropolitan Police on guard at Indian High Commission. pic.twitter.com/Kt7kvlHGEq
— ANI (@ANI) March 22, 2023
খালিস্তানপন্থীদের নেতা অমৃতপাল সিংহকে ধরার চেষ্টা করছে এ দেশের সরকার। তা নিয়ে ক্ষোভের মাত্রাছাড়া নির্দশন দেখা গিয়েছে লন্ডনে। সেখানে খালিস্থান সমর্থকদের একটা অংশ ভারতীয় হাই কমিশনে ঢুকে পতাকা নামিয়ে নিয়েছিল। সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। সেই বিক্ষোভ প্রদর্শন এখনও চলছে, কিন্তু আগের চেয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনের অফিসের সামনে। পতাকা খোলার জবাব হিসেবে আরও বড় আয়তনের পতাকা টাঙানো হয়েছে ব্রিটেনের ভারতীয় দূতাবাসে। বুধবারও দেখা গিয়েছে বিক্ষোভের ছবি। অন্তত হাজার দুয়ের খালিস্তান সমর্থক। ভারতীয় দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোব দেখিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ কালি ছুড়েছেন, জলের বোতল ছুড়েছেন পুলিশের দিকে। যদিও আগের দিনের মতো অব্যবস্থা দেখা যায়নি। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে ভারতীয় দূতাবাসের সামনে। ব্য়ারিকেড করে ঘিরে রাখতে দেখা গিয়েছে।
এদিকে দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের সামনে একাধিক ব্য়ারিকেড ছিল। এই আবহেই পথচারীদের সমস্যা হচ্ছে বলে জানিয়ে দিল্লি পুলিশ সেগুলো তুলে নেয়। তার পরেই লন্ডনে মেট্রোপলিটন পুলিশ একাধিক বাস, ব্যারিকেড দিয়ে ভারতীয় হাই কমিশনের সামনে ব্যারিকেড তৈরি করে, পুলিশও মোতায়েন করে।
এখনও পলাতক:
এদিকে অমৃতপাল সিংহ (Amritpal Singh) এখনও অবধি পলাতক।মূলত অমৃতপাল সিংহের খোঁজে পাঞ্জাব পুলিশ লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে তার সহকর্মীদের ওপরও কড়া নজর রাখা হয়েছে।খালিস্তানি নেতার ছবি প্রকাশ্যে এনেছে পুলিশ। বারবার বেশ বদলে পুলিশের চোখকে ধুলো দিয়ে অমৃতপাল পালিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।