এক্সপ্লোর
Advertisement
অভিনব কাশ্যপের বিরুদ্ধে মানহানির মামলা করলেন আরবাজ ও সোহেল খান
অভিনবের ভাই নামী পরিচালক অনুরাগ কাশ্যপও এই বিতর্কে ভাইকে সমর্থন করতে নারাজ।
মুম্বই: দাবাং ছবির পরিচালক অভিনব কাশ্যপ অভিযোগ করেছেন, সলমন খান, আরবাজ খান ও সোহেল খান তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছেন। শোনা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আরবাজ ও সোহেল খান।
২০১০-এ দাবাং-এর মত সুপারহিট ছবি করা অভিনব অভিযোগ করেছেন, আরবাজ, সোহেল ও খান পরিবার তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করেন, দাবাং ২ ছবি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। শ্রী অষ্টবিনায়ক ফিল্মস তাঁকে পরিচালনার সুযোগ দেয় কিন্তু আরবাজ তাদের প্রধান রাজ মেহতাকে ফোন করে হুমকি দেন, যে তাঁকে সুযোগ দিলে ফল খুব খারাপ হবে। তিনি অষ্টবিনায়কের টাকা ফেরত দিয়ে ভায়াকম পিকচার্সে যান। সেখানেও একই ঘটনা ঘটে।
তাঁর আরও অভিযোগ, খানেদের ক্রমাগত তাঁর নামে অপপ্রচার ও উত্যক্ত করে যাওয়া মানসিকভাবে তাঁকে ধ্বংস করে দিয়েছে। তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছে, বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
সলমন-আরবাজদের বাবা সেলিম খান অবশ্য অভিনবের অভিযোগ মানতে রাজি নন। তাঁর বক্তব্য, হ্যাঁ, আমরাই তো ওঁর কেরিয়ার নষ্ট করে দিয়েছি। আগে ওঁর ছবি দেখুন, তারপর কথা বলব। ওঁর যা ইচ্ছে বলুন, আমি এ নিয়ে সময় নষ্ট করব না।
অভিনবের ভাই নামী পরিচালক অনুরাগ কাশ্যপও এই বিতর্কে ভাইকে সমর্থন করতে নারাজ। তিনি টুইট করে বলেছেন, ২ বছরের বেশি আগে অভিনব আমাকে পরিষ্কার বলে দেয়, ওর ব্যাপারে নাক না গলাতে। ফলে ও কী করে না করে তা নিয়ে আমি কিছু বলতে পারব না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement