এক্সপ্লোর
জম্মুতে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখলেন সেনাপ্রধান
সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মোকাবিলা, অনুপ্রবেশ ও সীমান্তের ওপার থেকে হিংসা ঠেকানোর জন্য ভারতীয় সেনা কতটা তৈরি, সব খতিয়ে দেখেন সেনাপ্রধান।

ছবি সৌজন্যে ট্যুইটার
জম্মু: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রজৌরি জেলায় ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। তিনি আজ এলওসি-তে মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মোকাবিলা, অনুপ্রবেশ ও সীমান্তের ওপার থেকে হিংসা ঠেকানোর জন্য ভারতীয় সেনা কতটা তৈরি, সব খতিয়ে দেখেন সেনাপ্রধান। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সেনাপ্রধানের সঙ্গে ছিলেন নর্দার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ। তিনি সেনাপ্রধানকে এলওসি-র বর্তমান পরিস্থিতির বিষয়ে অবহিত করেন। কর্তব্যে নিষ্ঠা ও চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দেওয়ার জন্য এলওসি-তে মোতায়েন সেনা জওয়ানদের প্রশংসা করেন সেনাপ্রধান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















