Arvind Kejriwal: BJP-র সঙ্গে সমঝোতার পথে কেজরিওয়াল? বাড়ি বয়ে গিয়ে সাক্ষাৎ লক্ষ্মীকান্তর সঙ্গে, জোর জল্পনা
Laxmi Kanta Chawla: ১০ দিন ব্যাপী ধ্যানের পর শনিবার অমৃতসর পৌঁছন কেজরিওয়াল।

নয়াদিল্লি: নির্বাচনে পরাজয়ের পর থেকে এতদিন কার্যত নিভৃতবাসে ছিলেন। কিন্তু জাতীয় রাজনীতিতে ফের চর্চা শুরু হয়েছে আরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে। শনিবার পঞ্জাবে বিজেপি নেত্রী লক্ষ্মীকান্ত চাওলার সঙ্গে সাক্ষাৎ করেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। আর তাতেই কেজরিওয়ালের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বিজেপি-র সঙ্গে সমঝোতার পথে হাঁটছেন কেজরিওয়াল? উঠছে প্রশ্ন।
১০ দিন ব্যাপী ধ্যানের পর শনিবার অমৃতসর পৌঁছন কেজরিওয়াল। সোমবার পর্যন্ত পঞ্জাবেই থাকার কথা তাঁর। কিন্তু শনিবার অমৃতসর পৌঁছেই প্রথমে লক্ষ্মীকান্তের সঙ্গে সাক্ষাৎ করেন কেজরিওয়াল। দিল্লিতে হারের পর এই মুহূর্তে পঞ্জাবেই শুধুমাত্র আম আদমি পার্টির সরকার টিকে রয়েছে। লক্ষ্মীকান্ত পঞ্জাবের প্রাক্তন মন্ত্রীও। তাই তাঁর মাধ্যমে কেজরিওয়াল বিজেপি-র সঙ্গে সমঝোতা করতে চাইছেন বলে চাউর হয়েছে।
লক্ষ্মীকান্ত এবং কেজরিওয়ালের সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা মনজিন্দর সিংহ সিরসা। বিজেপি-র সঙ্গে আম আদমি পার্টির সমঝোতার সম্ভাবনা কতটা জানতে চাইলে তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল নানা জায়গায় যাচ্ছেন। কেউ যদি হতাশ হলে, ব্যর্থ হলে, নতুন রাস্তা খোঁজেন। লক্ষ্মীকান্ত চাওলার বাড়িতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল যদি বিজেপি-তে যোগ দিতে চান, বিজেপি কখনও ওঁকে গ্রহণ করবে না।"
লক্ষ্মীকান্তের সঙ্গে কেজরিওয়ালের সাক্ষাৎ নিয়ে তাঁর কিছু জানা নেই বলে দাবি বিজেপি সাংসদ রামবীর সিংহ বিদুরি। তাঁর বক্তব্য, "উনি (কেজরিওয়াল) কার সঙ্গে দেখা করেছেন, কার সঙ্গে করেননি, তা ওঁর ব্যক্তিগত বিষয়।" লক্ষ্মীকান্তর সঙ্গে কেজরিওয়ালের কী নিয়ে আলোচনা হয়, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বাড়ি বয়ে গিয়ে লক্ষ্মীকান্তর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ ঘিরে এখন শোরগোল পঞ্জাব থেকে দিল্লি, সর্বত্রই।
আম আদমি পার্টির তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি যদিও। তবে লক্ষ্মীকান্তর সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের পরবর্তী রণকৌশল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দিল্লিতে হারের পর জনসমক্ষে সেভাবে না এলেও, ভিতরে ভিতরে রাজনৈতিক ভাবে কেজরিওয়াল সক্রিয় হয়ে উঠেছেন বলে খবর। স্থানীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। ১৮ মার্চ অমৃতসরে সভাও করবেন। তার পর আবার লুধিনাতেও সভা রয়েছে। পঞ্জাব থেকেই কেজরিওয়াল দিল্লির মসনদে ফেরার প্রস্তুতি শুরু করতে পারেন বলেও শোনা যাচ্ছে।
এই মুহূর্তে পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা দলের বিধায়ক ইন্দরবীর নিজ্জরের বাড়িতে রয়েছেন কেজরিওয়াল। রবিবার স্বর্ণমন্দিরেও যাওয়ার কথা তাঁর। পঞ্জাব সরকারের তিন বছর পূর্তির অনুষ্ঠানেও অংশ নেবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
