(Source: ECI/ABP News/ABP Majha)
‘পোশাক দেখে চিহ্নিত করুন তো এ কে’: জামিয়ার গুলিচালনার ঘটনায় মোদিকে আক্রমণ ওয়েইসির
ঘটনার পর মিম-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি, ‘পোশাক দেখে চিহ্নিত করুন তো এ কে’ । নরেন্দ্র মোদির বিতর্কিত পোশাক-মন্তব্যের প্রেক্ষিতেই ওয়েইসির এই কটাক্ষ।
Thanks to @ianuragthakur & all the 9 PM nationalists who have created so much hatred in this country that a terrorist shoots a student while cops watch
Hi @PMOIndia identify him by his clothes https://t.co/GfrWpBUgGF pic.twitter.com/BwBtrfdukP
— Asaduddin Owaisi (@asadowaisi) January 30, 2020
বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের উপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অনুরাগ ঠাকুরকেও ওয়েইসি ট্যুইটার হ্যান্ডেলে আক্রমণ করেছেন মিম-প্রধান।
এই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করেও আক্রমণ শানায় কংগ্রেস। প্রশ্ন তোলা হয়, কী করে পুলিশের সামনে গুলি চালাল এক যুবক?
অনুরাগ ঠাকুরের সভায় ‘গোলি মারো’ স্লোগানের প্রেক্ষিতে কংগ্রেস লিখেছে, এটাই কি তবে অনুরাগ চেয়েছিলেন?
What kind of police force is Amit Shah running? Delhi police is standing idly by as a man shoots at peaceful protestors.
Is this what BLP leaders like MoS Finance, Anurag Thakur intended? Creating an armed militia of radicalised youth. #BJPkaGodseRajhttps://t.co/Mumo2dOEhZ
— Congress (@INCIndia) January 30, 2020
দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ট্যুইটারে কটাক্ষ করেছেন মিম-প্রধানও।
. @DelhiPolice What happened to the bravado that you showed in #Jamia last month?
If there’s a prize for being ‘helpless’ bystanders, you’d win it every time. Can you explain why a gunshot victim had to CLIMB over a barricade?
Do your service rules stop you from being HUMANE? pic.twitter.com/LQpYWwEAaL
— Asaduddin Owaisi (@asadowaisi) January 30, 2020
ধৃত রাম গোপাল গ্রেটার নয়ডার বাসিন্দা। হামলার আগে ফেসবুক লাইভ করে অভিযুক্ত রামভক্ত গোপাল শর্মা। তারপরে দিল্লি পুলিশের সামনেই গুলি চালায় সে। সিএএ-বিরোধী মিছিল শুরুর আগে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিচালনার ঘটনায় নিন্দায় সরব হয়েছেন মেহবুবা মুফতি।
As we remember Gandhiji on the sombre occasion of his death anniversary, India’s transition from democracy to a mobocracy seems complete. https://t.co/yu1I6Qwe2Z
— Mehbooba Mufti (@MehboobaMufti) January 30, 2020