Asaduddin Owaisi : 'মুসলিম-মুক্ত ভারতই ওদের স্বপ্ন', অসম বিজেপির AI ভিডিও নিয়ে সরব আসাদউদ্দিন ওয়েইসি
AI Video: সেই AI ভিডিও নিয়ে এবার সরব হলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

নয়াদিল্লি : BJP-র অসম ইউনিট গত ১৫ সেপ্টেম্বর একটি ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে। সেই AI ভিডিও নিয়ে এবার সরব হলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এক্স হ্যান্ডেলেই গত ১৭ সেপ্টেম্বর এর প্রতিবাদে তিনি লেখেন, 'অসম বিজেপি একটি জঘন্য AI ভিডিও পোস্ট করেছে যেখানে দেখানো হয়েছে যে বিজেপি না থাকলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অসম... তাদের স্বপ্ন মুসলিম-মুক্ত ভারত।' তাঁর সংযোজন, ভিডিওটি "ঘৃণ্য হিন্দুত্ববাদী মতাদর্শ"-কে উন্মোচিত করে এবং দলটি ভারতে মুসলমানদের অস্তিত্বকেই একটি সমস্যা হিসেবে দেখে।
BJP Assam has posted a disgusting AI video that shows a Muslim-majority Assam if there was no BJP. They are not fear-mongering just for votes, this is the repulsive Hindutva ideology in true form. The very existence of Muslims in India is a problem for them, their dream is a…
— Asaduddin Owaisi (@asadowaisi) September 17, 2025
বিজেপির পোস্ট করা ভিডিওটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। নেটিজেনরা শাসক দলকে "সাম্প্রদায়িক ঘৃণা" এবং "ইসলামফোবিয়া" উস্কে দেওয়ার অভিযোগ করেছে।
এআই-জেনারেটেড ক্লিপটিতে একটি কাল্পনিক মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অসম চিত্রিত করা হয়েছে এবং মুসলমানদের জমি দখলকারী অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। যাতে বিজেপি শাসন ছাড়াই ভবিষ্যতের কল্পনা করে দেখানো হয়েছে, যেখানে গরুর মাংস বৈধ হওয়ার দৃশ্য এবং পাকিস্তানি প্রভাবের অভিযোগ করা হয়েছে। অসমে বিজেপির শাসন হারানোর পরিণতি সম্পর্কে ভয় জাগানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
ভিডিওতে "পাকিস্তান লিংক পার্টি" এবং "অবৈধ অনুপ্রবেশকারী"-র মতো বাক্যাংশ ব্যবহার করা হয়েছে। যা উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেটিজেনরা বিজেপিকে বিভেদ এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে, যেমনটি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে পূর্ববর্তী বিতর্কের মতো।
X-এর অন্যান্য ব্যবহারকারীরাও তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি এত বিরক্তিকর, এত ঘৃণ্য, এত বিদেশিদের প্রতি বিদ্বেষ এবং নিজস্ব উপায়ে এত গণহত্যা," আরেকজন ব্যবহারকারী সংখ্যালঘুদের টার্গেট করার জন্য বিজেপির সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করার সমালোচনা করেছেন।
@BJP4Assam-এ এখনও লাইভ থাকা এই ভিডিওটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে অভিযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।






















