দাহ করতে অস্বীকার শ্মশান-কর্মীদের, করোনায় মৃত রোগীর শেষকৃত্য করলেন পুলিশ সুপার
করোনা যোদ্ধা হিসেবে দেশবাসীর মন জয় করে নিয়েছে পুলিশ বাহিনী
গুয়াহাটি: দেশে এই করোনা আবহে, গত ২ মাস ধরে স্রেফ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই নয়, দেশবাসী পুলিশকে দেখেছে এক নতুন অবতারে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় উর্দিধারীরা দেশবাসীর সাহায্যে সামনে এগিয়ে এসেছেন। করোনা যোদ্ধা হিসেবে দেশবাসীর মন জয় করে নিয়েছে পুলিশ বাহিনী।
তেমনই এক পুলিশকর্মীর দেখা মিলল অসমে। কার্বি আঙলঙ জেলায় কোভিড-১৯ সংক্রমণে মৃত ব্যক্তির শেষকৃত্য করতে যেখানে অস্বীকার করল শ্মশানের কর্মী ও গ্রামবাসীরা, সেখানেই এগিয়ে এসে নিজ হাতে সেই কাজ সম্পন্ন করলেন এক উর্দিধারী।
সংক্রমণের ভয়ে করোনায় মৃত বছর আঠান্ন ব্যক্তির দেহ হাত দিতে অস্বীকার করেন সেখানকার কর্মীরা। তখন জেলা পুলিশ সুপার দেবজিৎ দেওরি এগিয়ে আসেন। গার্ডদের সঙ্গে নিয়ে ওই ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করেন।
এর আগে, দিপু মেডিক্যাল কলেজের কর্মীরা মৃত ব্যক্তির দেহকে অ্যাম্বুল্যান্সে রাখতে অস্বীকার করলে তখনও এগিয়ে আসেন দেওরি। একেবারে পিপিই পরে তিনি ওই দেহ অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যান।