Assam Flood Update: জলের তোড়ে ভেসে ব্যক্তির মৃত্যু, অসমে বন্যায় প্লাবিত সতেরোশোরও বেশি গ্রাম
Assam Flood Update: সরকারি সূত্রে খবর, অসমের ২২টি জেলার সাড়ে ৬ লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। সবথেকে ক্ষতিগ্রস্ত নগাঁও। শুধুমাত্র এই জেলাতেই সাড়ে ৩ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত।
গুয়াহাটি: অসমে (Assam) বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। কাছাড় জেলার শিলচরে (Silchar) জলের তোড়ে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে খবর, অসমের ২২টি জেলার সাড়ে ৬ লক্ষেরও বেশি মানুষ বন্যা (Flood) কবলিত। সবথেকে ক্ষতিগ্রস্ত নগাঁও। শুধুমাত্র এই জেলাতেই সাড়ে ৩ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। সরকারি সূত্রে খবর, বন্যায় প্লাবিত রাজ্যের সতেরোশোরও বেশি গ্রাম। প্রায় ৯৫ হাজার হেক্টর কৃষি জমি নষ্ট হয়ে গিয়েছে।
বন্যা কবলিত অসম: বেশ কিছুদিন কেটে গেলেও এখনও জলের তলায় অসমের বিস্তীর্ণ এলাকা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। একাধিক এলাকায় শুধুমাত্র নৌকার মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, বরপেতা, বিশ্বনাথ, কাছাড়, দারাং, গোলপাড়া, গোলাঘাট, জোরঘাট, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মজুলি, নগাঁও, শোনিতপুরের মতো জেলায় ৭ লক্ষ ১৯ হাজার ৫৪০ জন ক্ষতিগ্রস্থ হয়েছেন। শনিবার পর্যন্ত ৩১ জেলায় ৬ লক্ষ ৮০ হাজার জন বন্যার কবলে পড়েন। রাজ্যের ৮টি জেলায় ৪২১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় ১৯ হাজার শিশু সহ ৯১ হাজারের বেশি মানুষ প্রতিদিন সুবিধা পাচ্ছেন।
টানা অনেকদিন ধরে বৃষ্টির কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। উপচে পড়েছে ব্রক্ষ্মপুত্র নদ ও অসমের অন্যান্য নদী। বন্যার পাশাপাশি বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছে। তাতে আরও বিপদ বাড়ছে। অসম প্রশাসন সূত্রে খবর, বন্যা ও ধসের কারণে সে রাজ্যে এখনও পর্যন্ত ২৫ জন মারা গিয়েছেন। জমি, ফসল, গবাদিপশুরও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। অসমের শেষ বুলেটিন অনুযায়ী, ২ হাজারের বেশি গ্রামে ৯৫ হেক্টেরের বেশি এলাকা জলের তলায় রয়েছে। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় নৌকার সাহায্যে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছতেও নৌকার সাহায্য নেওয়া হচ্ছে। উদ্ধারকারী দলের রবার বোট ছাড়াও, দেখা মিলছে স্থানীয়দের ব্যবহার করা নৌকারও।
অন্যদিকে, জাতীয় সড়ক মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়েছে অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ন্যাশনাল অথরিটি অব ইন্ডিয়ার (National Highways Authority of India) চেয়ারপার্সন অলোক উপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে। ট্যুইট করে জানিয়েছেন, “বন্যা এবং ধসের জেরে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি মেরামতের জন্য এবং ইতিমধ্যেই চলমান প্রকল্পগুলির যেসব এলাকায় কাজ চলছে তা দ্রুত শেষ করার আবেদন জানিয়েছি।’’
আরও পড়ুন: West Bengal Weather Today : আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কোথায় কখন ধারাপাত