কোভিড-১৯: চিন থেকে অসমে পৌঁছল ৫০ হাজার পিপিই
"ভারতের বর্তমান লক্ষ্য হল কিনে ও তৈরি করে প্রায় ১.৭ কোটি পিপিই কিট মজুত রাখা..."
নয়াদিল্লি ও গুয়াহাটি: চিন থেকে ৫০ হাজার পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) আমদানি করল অসম। বুধবার, ওই কিট গুয়াহাটিতে পৌঁছয়। রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় সামনে থেকে লড়াই চালানো স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য এই ৫০ হাজার পিপিই কিট প্রয়োজন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বুধবার বিকেলে, চিনের গুয়াংঝৌ থেকে বিশেষ বিমানে করে ওই পিপিই কিট পৌঁছয় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ওই কনসাইমেন্ট গ্রহণ করেন হিমন্ত। উপস্থিত ছিলেন দফতরের প্রতিমন্ত্রী পীযূষ হজারিকা। সেই ছবি ট্যুইটারে শেয়ার করে হিমন্ত লেখেন, সরকারের সর্বপ্রথম কর্তব্য হল প্রাণ বাঁচানো। সেই লক্ষ্যেই চিনের গুয়াংঝৌ থেকে আমরা ৫০ হাজার পিপিই কিট আমদানি করেছি। আমাদের চিকিৎসক ও নার্সদের জন্য বড় স্বস্তির খবর।
Another BIG reason to cheer!
Keeping life first as the motive, we're glad to have imported 50,000 PPE kits from Guangzhou,China. I am happy to receive this special flight along with @Pijush_hazarika at #Guwahati airport just now. A big reassurance for our doctors & nurses. pic.twitter.com/nFkFkwfPQZ — Himanta Biswa Sarma (@himantabiswa) April 15, 2020
এর আগে, মঙ্গলবার বেজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশরি জানান, চিন থেকে ১.৫ কোটি পিপিই কিট ও সাড়ে ৬ লক্ষ কোভিড-১৯ টেস্টিং কিট আমদানি করছে ভারত। অর্ধেকের বেশি ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে। তিনি যোগ করেন, ভারতের বর্তমান লক্ষ্য হল কিনে ও তৈরি করে প্রায় ১.৭ কোটি পিপিই কিট মজুত রাখা। পাশাপাশি, বেশ কয়েক হাজার ভেন্টিলেটরও মজুত করা হচ্ছে দেশে কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য।
#IndiaFightsCoronavirus A total of 650,000 kits, including Rapid Antibody Tests and RNA Extraction Kits have been despatched early today from Guangzhou Airport to #India | #2019nCoV #StayHomeSaveLives @MEAIndia @HarshShringla @DrSJaishankar
— Vikram Misri (@VikramMisri) April 16, 2020
রাষ্ট্রদূতের মতে, ভারত-চিনের মধ্যে এই মসৃণ আমদানি-রফতানি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক। এর ফলে, দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। দুমাস বন্ধ থাকার পর, করোনাভাইরাসের উৎসস্থল উহান খুলতেই, প্রথমেই ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মেডিক্যাল কিট সরবরাহ করতে শুরু করেছে চিন।
The two govts are in touch on facilitating procurement of medical supplies; it is important to ensure product quality as well as reasonable and stable prices; ensuring frieght and cargo links operate smoothly is also a priority. @CGTNOfficial @MEAIndia @IndianDiplomacy
— India in China (@EOIBeijing) April 14, 2020