এক্সপ্লোর
Advertisement
এখনও বছর শেষে করোনা টিকা বার করার আশা রাখে অ্যাস্ট্রাজেনেকা, দাবি সিইওর
অসুস্থ স্বেচ্ছাসেবক ট্রান্সভার্স মায়োলাইটিসে ভুগছেন কিনা পরিষ্কার নয় বলে তিনি জানিয়েছেন।
নয়াদিল্লি: এই মুহূর্তে তাঁদের করোনা টিকার তৃতীয় দফার পরীক্ষা থমকে গিয়েছে ঠিকই কিন্তু তাঁরা আশাবাদী, এ বছরের শেষেই টিকা তৈরি হয়ে যাবে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সিইও পাস্কাল সোরিওট এই আশাপ্রকাশ করেছেন।
পরীক্ষামূলক টিকা নেওয়ার পর ইংল্যান্ডের এক স্বেচ্ছাসেবকের নার্ভের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল আপাতত বন্ধ রয়েছে। প্রশ্ন উঠেছে, কেন ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন, তাঁর রোগ এই টিকা নেওয়ার কারণে ঘটল কিনা। এই পরিস্থিতিতে এক অনলাইন কনফারেন্সে সোরিওট বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেছেন, এই পরীক্ষার সঙ্গে গোটা বিশ্ব যুক্ত। তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যায়।
অসুস্থ স্বেচ্ছাসেবক ট্রান্সভার্স মায়োলাইটিসে ভুগছেন কিনা পরিষ্কার নয় বলে তিনি জানিয়েছেন।
এখন কতদিন পরীক্ষা বন্ধ থাকবে তাও স্পষ্ট নয়, জানিয়েছেন সিইও। পরীক্ষা শেষ হয়ে গেলে চিকিৎসকরা সেফটি কমিটির কাছে সব তথ্য জানাবেন, বলেছেন তিনি।
আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর ফ্রান্সিস কলিন্স জানিয়েছেন, জনৈক স্বেচ্ছাসেবকের মেরুদণ্ডে সমস্যা হওয়ায় অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল আপাতত বন্ধ রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement