এক্সপ্লোর
এবার করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার কেন রিচার্ডসন
এ বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার কথা ছিল রিচার্ডসনের। কিন্তু করোনার জেরে আইপিএলই অনিশ্চিত হয়ে পড়েছে।

মেলবোর্ন: ক্রিকেটেও হানা দিল করোনাভাইরাস। অস্ট্রেলীয় ফাস্ট বোলার কেন রিচার্ডসনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি, সম্ভবত আইপিএলেও যোগ দিচ্ছেন না। এ বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার কথা ছিল রিচার্ডসনের। কিন্তু করোনার জেরে আইপিএলই অনিশ্চিত হয়ে পড়েছে। বিদেশ মন্ত্রক পরামর্শ দিয়েছে, এ বছর বন্ধ রাখা হোক আইপিএল। এ নিয়ে সিদ্ধান্ত নিতে কাল বৈঠকে বসছে আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে অস্ট্রেলিয়ায় ভালমতই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস গতকাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে তিনি ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















