Narendra Modi: জৌলুসে পিছিয়ে রকস্টারও, মোদিই হলেন ‘দ্য বস’, মানলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Anthony Albanese: মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের মধ্যে উপস্থিত ছিলেন মোদি।
সিডনি: প্রবাসে ভারতীয়দের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাতেই বাঁধ ভাঙল উচ্ছ্বাস, উঠল জয়ধ্বনি। তা চাক্ষুষ করে অভিভূত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (Anthony Albanese)। প্রবাদপ্রতিম, অস্কার, গ্র্যামি বিজয়ী রকস্টার ব্রুস স্প্রিংস্টিনের চেয়েও ভারতের প্রধানমন্ত্রীকে এগিয়ে রাখলেন তিনি। গোটা দুনিয়ার সামনে মোদিকে 'দ্য বস' বলে উল্লেখ করলেন (Modi in Sydney)।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙালিদের মধ্যে উপস্থিত ছিলেন মোদি। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেখানে। তাতে যোগ দিতে ব্রিসবেন, ক্যানবেরা থেকে বাসে চেপে হাজির হন দলে দলে প্রবাসী ভারতীয়রা। সেখানে হাজার হাজার মানুষের মাঝে যেই হাজির হন মোদি, উচ্ছ্বাসের বাঁধ ভাঙে, যা দেখে নিজেকে স্থির রাখতে পারেননি আলবানিজও।
এ দিন ট্যুইটারে তাই সরাসরি মুখ খোলেন আলবানিজ। কুডোজ ব্য়াঙ্ক অ্যারিনায়, অনুষ্ঠানস্থল থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'শেষ বার এই মঞ্চে ব্রুস স্প্রিংস্টিনকে দেখে এমন উন্মাদনা প্রত্যক্ষ করেছিলামজ। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে ভাবে স্বাগত জানানো হয়েছে, ব্রস সেই আন্তরিকতা পাননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাকে বলে, হলেন দ্য বস'।
"The last time I saw someone on this stage was Bruce Springsteen and he did not get the welcome that Prime Minister Modi has got. Prime Minister Modi is the boss," says Australian Prime Minister Anthony Albanese at the community event in Sydney. pic.twitter.com/eZRh7LcCzw
— Parshottam Rupala (@PRupala) May 23, 2023
প্রবাসী ভারতীয়দের নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে মোদির সঙ্গে এ দিন উপস্থিত ছিলেন আলবানিজও। ভারতীয় নৃত্যশিল্পীদের নিয়ে শুরু হয় অনুষ্ঠান। মোদির আগে মঞ্চে ভাষণ দিতে ওঠেন আলবানিজ। সেখানে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেন তিনি। বলেন, "আমি ক্ষমতায় আসার পর এই নিয়ে ষষ্ঠ বার মুখোমুখি হলাম আমরা। একবছর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই আমি। ভারত এবং অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক কারও অজানা নয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত। জনপ্রিয়তায় সকলকে পিছনে ফেলে দিয়েছে। ভারত মহাসাগরে আমাদের প্রতিবেশী ভারত। তাই পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া কাম্য।"
আরও পড়ুন: Health News : এই ৬ খাবার আজ থেকেই ভুলে যান, দূরে থাকবে ডায়াবেটিস !
বুধবার অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদি এবং আলবানিজের। অস্ট্রেলিয়া রাশি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬ লক্ষ ১৯ হাজার ১৬৪ বাসিন্দা নিজেদের ভারতীয় বংশোদ্ভূত বলে মানেন, যা কিনা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ২.৮ শতাংশ। এঁদের মধ্যে ৫ লক্ষ ৯২ হাজার মানুষের জন্ম ভারতেই। ভারত মহাসাগরে চিনের আধিপত্য রুখতেও ভারতের সঙ্গে চতুর্দেশীয় সামরিক সহযোগিতা জোটে রয়েছে অস্ট্রেলিয়া।