এক্সপ্লোর
Advertisement
হাইড্রক্সিক্লোরোকুইনে মৃত্যুর আশঙ্কা বাড়ায়, লেখা প্রত্যাহার করল ল্যান্সেট মেডিক্যাল জার্নাল
বহু বৈজ্ঞানিক ল্যান্সেটের গবেষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, বলেন, বেশ কয়েকজন রোগীর ঠিকানা সম্পর্কে তাতে ভুল তথ্য রয়েছে। প্রবন্ধে যে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে তা নিয়ে দেড়শর কাছাকাছি চিকিৎসক খোলা চিঠি লেখেন ল্যান্সেটকে।
নিউ ইয়র্ক: হাইড্রক্সিক্লোরোকুইন করোনা রোগীদের মৃত্যুর আশঙ্কা বাড়ায় বলে প্রখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যান্সেট যে প্রবন্ধটি বার করেছিল, তা তারা প্রত্যাহার করে নিল। ওই প্রবন্ধের তিন লেখক ওই লেখা থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। জানিয়েছেন, যে গবেষণার ওপর ভিত্তি করে তাঁরা তা লিখেছিলেন তার গুণমান নিয়ে সন্দেহ আছে।
ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে করোনার চিকিৎসার পক্ষে প্রকাশ্যে সওয়াল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকে পেটি পেটি হাইড্রক্সিক্লোরোকুইন আমদানিও করেন তিনি। কিন্তু গত মাসে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যান্সেট দাবি করে, করোনা রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা হলে তাঁদের হৃদরোগের আশঙ্কা বাড়ে। এর ফলে বেশ কিছু করোনা সংক্রান্ত গবেষণা বন্ধ হয়ে যায়। কিন্তু যে তিন লেখক ল্যান্সেটে প্রবন্ধটি লিখেছিলেন, তাঁরা জানিয়েছেন, সার্জিস্ফিয়ার নামে যে সংস্থা তাঁদের এ ব্যাপারে তথ্য দিয়েছিল, তারা তাদের ডেটাসেট স্বাধীনভাবে রিভিউয়ের জন্য হস্তান্তর করতে রাজি নয়। এমনকী প্রাথমিক তথ্যের সত্যতা সম্পর্কেও গ্যারান্টি দিতে রাজি নয় তারা।
সার্জিস্ফিয়ারের চিফ এক্সিকিউটিভ ও প্রবন্ধের চতুর্থ লেখক স্বপন দেশাই তিন লেখকের সরে যাওয়া নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন সার্জিস্ফিয়ারের তথ্যের ভরসায় এমনই একটি প্রবন্ধ প্রকাশ করে। ল্যান্সেটের প্রবন্ধের মত সেটিরও মূল লেখক হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক মনদীপ মেহরা। প্রথমটির মত এটির থেকেও একই কারণে তিনি সরে এসেছেন। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের অধ্যাপক ওয়ালিড গেল্যাড বলেছেন, যখন নামী জার্নালে এ ধরনের লেখা বার হয় আর ১০ দিনের মধ্যে তা প্রত্যাহার করতে হয়, তাতে অবিশ্বাস বেড়ে যাওয়া ছাড়া আর কিছু হয় না।
বহু বৈজ্ঞানিক ল্যান্সেটের গবেষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, বলেন, বেশ কয়েকজন রোগীর ঠিকানা সম্পর্কে তাতে ভুল তথ্য রয়েছে। প্রবন্ধে যে সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে তা নিয়ে দেড়শর কাছাকাছি চিকিৎসক খোলা চিঠি লেখেন ল্যান্সেটকে।
২২ মে ল্যান্সেটে যে প্রবন্ধ বার হয়, তাতে দাবি করা হয়েছিল, হাসপাতালে ভর্তি ৯৬,০০০ করোনা রোগীর মধ্যে কয়েকজনের চিকিৎসা চলেছে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে। তাঁদের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর আশঙ্কা অন্যান্য রোগীদের থেকে বেশি, যাঁদের অন্য ওষুধে চিকিৎসা চলছে। এই লেখা প্রকাশের পর হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে পরীক্ষা নিরীক্ষা বন্ধের নির্দেশ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বুধবার তারা বলেছে, আবার নতুন করে ট্রায়াল শুরু করতে তারা তৈরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement