এক্সপ্লোর
Advertisement
কীভাবে নিজের অনুভূতি জানিয়েছিলেন স্ত্রী তাহিরাকে? আয়ুষ্মান জানালেন ১৯ বছর আগের কথা
কিছুক্ষণের মধ্যে কমেন্ট সেকশন ভরে যায় অসংখ্য হার্ট ইমোজিতে।
মুম্বই: স্ত্রী তাহিরা কাশ্যপের ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করলেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে লিখেছেন, ১৯ বছর আগে কীভাবে তাঁকে মনের কথা বলেছিলেন তিনি।
সেটা ২০০১। তাঁরা দুজনেই বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত তখন পৌনে দুটো পেরিয়ে গিয়েছে। আয়ুষ্মানের স্টিরিওতে বাজছিল ব্রায়ান অ্যাডামসের ইনসাইড আউট। তখন তাহিরাকে ফোন করেন তিনি আর সব কিছু বলে ফেলেন।
এর ৭ বছর পর ২০০৮-এর নভেম্বরে তাঁদের বিয়ে। কিছুক্ষণের মধ্যে কমেন্ট সেকশন ভরে যায় অসংখ্য হার্ট ইমোজিতে। আয়ুষ্মানের বরেইলি কি বরফি-র সহশিল্পী কৃতী শ্যানন, ভাই অপারশক্তি খুরানা, শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান-এর সহশিল্পী মানভি গাগরু, দিয়া মির্জা, কৃতীর বোন নূপুর শ্যানন প্রমুখ। এর আগেও তাহিরার সঙ্গে ছবি শেয়ার করেন আয়ুষ্মান, লেখেন হাই স্কুল সুইটহার্ট।
আয়ুষ্মানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিয়মিত দেখা যায় তাহিরার ছবি। এই ছবিতে যেমন লেখা, তুমি ফিরে দেখছ আমায়!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement