India-Azerbaijan Tension: আরও এক ‘শত্রু’ বাড়ল? ভারতের বিরুদ্ধে মুখ খুলল এই দেশ, অভিযোগ…
Azerbaijan Slams India: দীর্ঘ সংঘাত পর্ব কাটিয়ে, সম্প্রতি ভারতের সঙ্গে সখ্য বেড়েছে চিনের।

নয়াদিল্লি: বাণিজ্যশুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েন চলছেই। ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সহযোগীরা লাগাতার আক্রমণ করে চলেছেন। সেই আবহে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল আরও এক দেশ। ভারতের বিরুদ্ধে ‘প্রতিহিংসা চরিতার্থ’ করার অভিযোগ তুলেছে আজেরবাইজান। তাদের দাবি, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকায়, তাদের শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) পূর্ণ সদস্যতা পেতে দেয়নি ভারত। (Azerbaijan Slams India)
দীর্ঘ সংঘাত পর্ব কাটিয়ে, সম্প্রতি ভারতের সঙ্গে সখ্য বেড়েছে চিনের। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন উপলক্ষে গিয়ে সেই বোঝাপড়ায় সিলমোহর দিয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পর পরই ভারতের বিরুদ্ধে মুখ খুলল আজেরবাইজান। তাদের দাবি, ‘অপারেশন সিঁদুরে’র সময় পাকিস্তানের পক্ষ নেওয়ায়, তাদের উপর ‘প্রতিহিংসা চরিতার্থ’ করছে ভারত। (India-Azerbaijan Tension)
আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন। চিনের তিয়ানজিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ভারতের বিরুদ্ধে ‘জয়লাভে’র জন্য পাকিস্তানকে অভিনন্দন জানান তিনি। তিনি জানান, আন্তর্জাতিক মহলে যতই চাপ সৃষ্টি করুক না কেন ভারত, আজেরবাইজান ও পাকিস্তানের ‘সৌভ্রাতৃত্ব’ বজায় থাকবে। রাজনৈতিক, সাংস্কৃতিক এবং কৌশলগত ভাবে দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় থাকবে। বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরকে সাহায্য়ও করবে দুই দেশ।
#SCOSummit2025 | Azerbaijan President claims, “India is acting out against Azerbaijan in international organizations because of our close ties with Pakistan." pic.twitter.com/PIiHYa9Siv
— Alpha Defense™🇮🇳 (@alpha_defense) September 1, 2025
আজেরবাইজান সংবাদমাধ্যমও একই অভিযোগ তুলছে। সেদেশের টেলিভিশন চ্যানেল AnewZ দাবি করেছে, শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যতার জন্য আবেদন জানিয়েছিল আজেরবাইজান। কিন্তু আবারও বাকুর সেই আবেদনে বাধা গিয়েছে নয়াদিল্লি। বলা হয়, “শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যতায় ফের আজেরবাইজানের আবেদন আটকে দিয়েছে ভারত।”
পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি দেখা দেয়, তাতে পাকিস্তানকে সমর্থন জানায় আজেরবাইজান। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্কও গড়ে উঠেছে।
🇦🇿President Ilham Aliyev: “India is acting out against #Azerbaijan in international organizations because of our close ties with #Pakistan. But for us, brotherhood stands above all.”🇦🇿🤝🇵🇰 pic.twitter.com/87Sm7BvYRm
— Ayshan Aslan-Mammadli (@AyshanASLAN) September 1, 2025
আজেরবাইজানের ভূয়সী প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজও। আর্মেনিয়ার সঙ্গে শান্তিস্থাপনে আজেরবাইজান যে তৎপরতা দেখিয়েছে, তার প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই পদক্ষেপ প্রশংসনীয়।
ভারত ও আজেরবাইজানের মধ্যে এই টানাপোড়েন নতুন নয় যদিও। ২০২০ সালে আজেরবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিলে, সেই সময় আর্মেনিয়ার পাশে দাঁড়ায় ভারত। সেই থেকে যত সময় এগিয়েছে, আর্মেনিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিবিড় হয়েছে আরও। আর্মেনিয়াকে অস্ত্র সরবরাহকারী বৃহত্তম দেশ ভারত।






















