Tunisha Sharma Death: প্রাক্তন প্রেমিক শিজানের মায়ের সঙ্গে তুনিশার চ্যাট প্রকাশ্যে! কী হয়েছিল কথোপকথন?
Tunisha Sharma Case: এবার ক্রমশ মুখ খুলছেন শিজান খানের পরিবারের সদস্যরা। অভিনেতার বোনের পর নেট দুনিয়ায় সরব হলেন তাঁর মা। প্রকাশ্যে আনলেন তুনিশার সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট।
মুম্বই: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুকাণ্ডকে ঘিরে জলঘোলা হচ্ছে ক্রমশ। অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে তুনিশার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে। আর তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রেমিক সিজান খান (Sheezan Khan)। শিজানের গ্রেফতারির পর সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁর পরিবারের সদস্যদের। তবে, এবার ক্রমশ মুখ খুলছেন শিজান খানের পরিবারের সদস্যরা। অভিনেতার বোনের পর নেট দুনিয়ায় সরব হলেন তাঁর মা। প্রকাশ্যে আনলেন তুনিশার সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট।
হোয়াটসঅ্যাপে শিজানের মায়ের সঙ্গে কী কথা হয়েছিল তুনিশার?
সম্প্রতি তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিক শিজান খানের মা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি চ্যাট শেয়ার করেছেন। চ্যাটে রয়েছে প্রয়াত অভিনেত্রীর সঙ্গে তাঁর কথোপকথন। চ্যাটে তুনিশাকে গত ১২ অক্টোবর শিজান খানের মা-কে লিখতে দেখা গিয়েছে যে, 'যখন আমার পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি জানি আপনি এবং আপনিই আমার সঙ্গে সবসময় থাকবেন। খুব ভালোবাসি আপনাদের দুজনকে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি এখানেই আছি আপনার পাশে।' পাল্টা শিজানের মা-কে লিখতে দেখা গিয়েছে, 'তুমি সবসময় খুশি থাকো বেটা। তোমার শরীর ভালো থাকুক। ব্যস। আমিন।'
আরও পড়ুন - Raj-Subhashree: ইউভানকে নিয়ে হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণ রাজ-শুভশ্রীর, দেখুন ভিডিও
">
৪ জানুয়ারি ছিল তুনিশা শর্মার জন্মদিন। এইদিনই এই চ্যাট প্রকাশ্যে আনেন শিজান খানের মা। সঙ্গে আরও লিখেছেন, 'আজ তোর ১২ দিন হয়ে গেল। তুই, তোর স্মৃতি, তোর গায়ের গন্ধ এই ঘরের প্রতিটা জায়গায় ছড়িয়ে রয়েছে। আজকের দিনটার জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করেছিলাম। এবার আমরা তোর জন্মদিনে এমন কিছু চমক দিতে চেয়েছিলাম, যা তুই তোর বাবার সঙ্গে উদযাপন করেছিলি। যে জন্মদিন তুই সবসময় মিস করতিস। যাওয়ার আগে সেদিন তুই আমায় কেন অতবার সরি বলেছিলি, সেটা আজ বুঝতে পারি। আর হ্যাঁ, আমি মানে তোর আম্মা আর তোর আপি সবসময় তোর পাশে ছিলাম। আমার শান্তি এটাই যে, তুই যে কদিন আমাদের সঙ্গে ছিলি, তোকে আমরা ততটাই ভালোবাসা, ততটাই খুশি দিতে পেরেছি, যা পাওয়ার তুই যোগ্য ছিলি। শুভ জন্মদিন।'