Bally Suicide Case: স্বামীর আত্মহত্যার ভিডিও রেকর্ড, প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার স্ত্রী
বাদমতলার বাসিন্দা আমন সাউ। মঙ্গলা হাটে জামাকাপড়ের ব্যবসায়ী আমন। প্রায় ৫ বছর ধরে লিলুয়ার বাসিন্দা নেহা শুক্লার সঙ্গে সম্পর্ক ছিল তাঁদের। গত ১১ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন ভালোভাবে কাটলেও দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে।
সুনীত হালদার, হাওড়া: স্বামী আত্মঘাতী হচ্ছেন। আর সেই ছবি তুলতে ব্যস্ত স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা বালি থানার অন্তর্গত বাদমতলার।
বাদমতলার বাসিন্দা আমন সাউ। মঙ্গলা হাটে জামাকাপড়ের ব্যবসায়ী আমন। প্রায় ৫ বছর ধরে লিলুয়ার বাসিন্দা নেহা শুক্লার সঙ্গে সম্পর্ক ছিল তাঁদের। গত ১১ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন ভালোভাবে কাটলেও দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। জানা গিয়েছে, নেহার সঙ্গে হুগলির উত্তরপাড়ার এক যুবকের সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গন্ডগোল হত। আমনের বাড়ির লোকের অভিযোগ সংসারে মন ছিল না নেহার। মাঝেমধ্যেই পার্টি করে অনেক রাতে ফিরত। শুধু তাই নয়, পরিবারের অভিযোগ, পার্টি করার জন্য আমনের থেকে প্রায়ই জোর করে টাকা চাইত। গত মার্চ মাসে শ্বশুরবাড়ির অমতে প্রেমিকের সাথে দিল্লি যায় বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন কাটিয়ে ফিরে এসে ডিভোর্স দেওয়ার জন্য আমনকে চাপ দিতে থাকেন নেহা। এই অবস্থায় নেহার মোবাইলে প্রেমিকের সঙ্গে নেহার ছবি পেয়ে যান আমন।
গত ৮ এপ্রিল রাতে এনিয়ে অশান্তি চরমে ওঠে দুজনের। পুলিশ সূত্রে খবর, সেই সময় নেহা মোবাইলে তার স্বামীর কথপোকথন রেকর্ড করতে থাকে। আমন বলে যে সে এমন কিছু করবে যা নেহাকে সারাজীবন মনে রাখতে হবে। এটা শুনে হাসতে থাকেন নেহা। তখনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন আমন। যেটা ক্যামেরাবন্দি হয় নেহার মোবাইলে। এই অবস্থায় আমনকে কোনওভাবেই বাঁচানোর চেষ্টা না করেনি নেহা। এমনই অভিযোগ আমননের পরিবারের। জানাজানি হতে নেহা বাড়ি ছেড়ে পালাবার চেষ্টা করেন ওই তরুণী। তখন শ্বশুরবাড়ির লোকেরা তার মোবাইল কেড়ে নেয়। ওই মোবাইল পুলিশকে জমা দেওয়া হয়। বালি থানায় নেহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমনের বাবা। পুলিশ গতরাতে নেহাকে গ্রেফতার করে। আজ হাওড়া আদালতে তাঁকে পেশ করা হয়।