Balochistan Train Hijack: ২১৪ পণবন্দি নিকেশ, দাবি বালুচিস্তানের ট্রেন ছিনতাইকারীদের, দুষল পাকিস্তানের 'একগুঁয়েমি’কেই
Baloch Liberation Army: জেলবন্দি সহযোদ্ধাদের মুক্তির দাবিতে বালুচিস্তানে আস্ত ট্রেন ছিনতাই করেছিল BLA.

নয়াদিল্লি: যাত্রীসমেত আস্ত ট্রেন হাইজ্যাকের নজির ছিল না এযাবৎ। তাই বালুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। আর সেই আবহেই নিহত পণবন্দিদের সংখ্যা নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। Baloch Liberation Army-র (BLA) দাবি, তারা পণবন্দি ২১৪ জনকে হত্যা করেছে। অভিযান শেষ হয়েছে বলে যে দাবি করেছিল পাকিস্তানি সেনা, সেই দাবিও খারিজ করে দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। (Balochistan Train Hijack)
জেলবন্দি সহযোদ্ধাদের মুক্তির দাবিতে বালুচিস্তানে আস্ত ট্রেন ছিনতাই করেছিল BLA. পাকিস্তান সরকারকে তারা ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। বলা হয়েছিল, পণবন্দিদের জীবিত দেখতে চাইলে তাদের সহযোদ্ধাদের মুক্তি দিতে হবে। শুক্রবার সেই ৪৮ ঘণ্টার সময়সীমা পার হয়েছে। পাকিস্তানি সেনা BLA-র জেলবন্দিদের মুক্তি দেয়নি। আর তার পরই নিহত পণবন্দিদের সংখ্য়া নিয়ে নয়া দাবি সামনে রাখল BLA. (Baloch Liberation Army)
BLA জানিয়েছে, পাকিস্তান সরকার জেদ ধরে বসে থেকেছে, তারই মাশুল গুনতে হয়েছে ২১৪ জন পণবন্দিকে। লিখিত বিবৃতি প্রকাশ করে BLA জানিয়েছে, পাকিস্তান বরাবরের মতোই একগুঁয়ে। পাকিস্তানি সেনাও অহঙ্কারী। সমঝোতার পরিবর্তে বাস্তব পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে থেকেছে। এর ফল ভুগতে হয়েছে ২১৪ জন পণবন্দিকে। তাদের হত্যা করা হয়েছে।
BLA Says All 214 Hostages Executed as Pakistan Ignores Ultimatum; Heavy Fighting Continues in Bolan
— The Balochistan Post - English (@TBPEnglish) March 14, 2025
The Baloch Liberation Army (BLA) announced on Friday that it had executed all 214 Pakistani military hostages taken during the seizure of the Jaffar Express train. The group… pic.twitter.com/0eNzhtSv7n
শুধু তাই নয়, দু'দিন আগেই পাকিস্তানি সেনা এবং দেশের সরকারের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগও তুলেছে BLA. তাদের দাবি, অভিযান শেষ হয়ে গিয়েছে বলে মিথ্যে দাবি করছে পাক সেনা। আসলে BLA-র প্রতিরোধের সামনে দাঁড়াতেই পারেনি তারা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাকর্মীরা মারা গিয়েছেন। এদিনও BLA জানায়, Jaffar Express-এর বিশেষ বগিতে পণবন্দি সেনাকর্মীদের রেখেছিল ফিদায়েঁ। বাকি পণবন্দিদের নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। পাকিস্তানি কম্যান্ডোরা সেখানে পৌঁছলে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয় তাঁদের। প্রচুর কম্যান্ডো মারা গিয়েছেন। হত্যা করা হয় পণবন্দিদেরও।
BLA বালুচিস্তানের একটি সশস্ত্র বিচ্ছিন্নতাকামী সংগঠন, পাকিস্তান সরকার যদিও তাদের জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া, পৃথক বালুচিস্তান গঠন করার দাবিতেই লড়াই চালিয়ে যাচ্ছে তারা। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া অঞ্চলেই মূলত তাদের উপস্থিতি। তবে এতবড় ঘটনা আগে কখনও ঘটায়নি তারা। মঙ্গলবার দুপুরে প্রায় ৫০০ যাত্রীসমতে ট্রেনটিকে ছিনতাই করে। এখনও সেই নিয়ে থমথমে পরিস্থিতি পাকিস্তানে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
