Bangladesh BNP Rally : ভারতবিদ্বেষের স্লোগান তুলে এবার আরও কাছে কট্টরপন্থীরা, ১১ ডিসেম্বর আগরতলা পর্যন্ত মিছিল !
ত্রিপুরায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভের প্রতিবাদে ১১ ডিসেম্বর আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে BNP।
কলকাতা : ফের ভারত-বিদ্বেষী জিগির BNP-র। ঢাকায় ভারতীয় হাই কমিশনের পর এবার আগরতলা অভিযানের ডাক দিল খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন। ‘ডেলি স্টার’ সূত্রে খবর, ত্রিপুরায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভের প্রতিবাদে ১১ ডিসেম্বর আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে BNP-র ৩ সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বুধবার সকাল ৮টা নাগাদ ঢাকার নয়া পল্টন এলাকায় BNP-র পার্টি অফিসের সামনে জমায়েতের পর শুরু হবে পদযাত্রা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে পদযাত্রা শেষ হবে। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে ভিসা ও কনস্যুলেটের কাজ বন্ধ রয়েছে। আগরতলায় নিরাপদেই আছেন বলে জানিয়েছেন অ্য়াসিস্ট্যান্ট হাই কমিশনের কর্মীরা।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরোধিতায় প্রথম থেকেই উত্তাল ত্রিপুরা। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর গ্রেফতারির পর আগরতলায়ও বিক্ষোভ দেখানো হয়। বাংলাদেশের উপদূতাবাসে হামলার অভিযোগ ওঠে ত্রিপুরায়। তারই জবাব দিতে এবার বিএনপির আগরতলা অভিযানের ডাক। কিন্তু ভারতের এক রাজ্যের রাজধানী শহর অবধি কি এভাবে মিছিল এগোতে পারে নাকি ? স্বাভাবিক ভাবেই এই মিছিলকে অলীক কল্পনা বলেই মনে করছে ওয়াকিহাল মহল।
এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে ১০ জনের এক হিন্দু পরিবার। তাঁদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশে ভারত বিদ্বেষের আবহেই ঢাকায় শুরু হল ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। হাসিনা সরকারের পতনের পর এটাই ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের প্রথম বৈঠক। বাংলাদেশে হিন্দু নিপীড়ন, ভারত-বিদ্বেষের মধ্যেই সোমবার ঢাকায় বৈঠকে বসেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন। আর তার ঠিক দু দিন পরই ১১ ডিসেম্বর আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে BNP। সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে বৈঠক শুরু হয়েছে। সূত্রের খবর, আজ অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করতে পারেন ভারতের বিদেশ সচিব। কিন্তু ফল হবে কি ? কমবে কি ভারত বিদ্বেষের পারদ ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :