Bangladesh News: 'ঝুঁকির মুখে দেশ, এই নৈরাজ্য আমাদেরই তৈরি', উদ্বেগ প্রকাশ বাংলাদেশের সেনা প্রধানের
সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জেনারেল জামান বলেন, "আজ আমরা যে নৈরাজ্য দেখতে পাচ্ছি তা আমাদের নিজেদের তৈরি।"

ঢাকা : দেশের পরিস্থিতি খুবই গুরুতর। দ্রুত আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। স্বীকার করে নিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। এজন্য দেশের রাজনৈতিক অস্থিরতাকে দোষারোপ করেছেন তিনি। তাঁর মতে, এই কারণে রাজনৈতিক-সামাজিক সঙ্কট তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশের মানুষ একে অপরকে গালি দিতে ব্যস্ত।
সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জেনারেল জামান বলেন, "আজ আমরা যে নৈরাজ্য দেখতে পাচ্ছি তা আমাদের নিজেদের তৈরি।" এর পাশাপাশি তিনি অদক্ষ পুলিশ বাহিনী নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, "সিনিয়র থেকে জুনিয়র অফিসাররা ভীত ছিলেন। কারণ, তাঁদের সহকর্মীরা হয় মামলার মুখোমুখি হয়েছিলেন বা জেলে ছিলেন।"
সেনা প্রধান বলেন, "জরুরি ভিত্তিতে জাতীয় ঐক্য এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রয়োজন। সমাজে ক্রমাগত এবং দ্রুত ক্রমবর্ধমান অন্তর্দ্বন্দ্ব বাংলাদেশের সার্বভৌমত্বকে বিরাট ঝুঁকির মধ্যে ফেলেছে। যদি পার্থক্য ঝেড়ে ফেলতে না পারেন, এবং নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যান, একে অপরকে আঘাত করা-খুন করা যদি জারি রাখেন, তাহলে দেশের স্বাধীনতা এবং সংহতি ঝুঁকির মুখে পড়বে। আপনাদের সতর্ক করে দিচ্ছি।" তিনি আরও বলেন, "যেহেতু স্টেক হোল্ডাররা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে ব্যস্ত, দুষ্কৃতীরা এই সময়টাকে অনুকূল বলে মনে করছে। তারা এই বিশ্বাস করতে শুরু করেছে যে, তারা যা কিছু করে পার পেয়ে যেতে পারে।"
প্রসঙ্গ- সেনা প্রধান
প্রায় চার দশক ধরে বাংলাদেশ সেনার সঙ্গে জড়িত জামান। রাষ্ট্রসংঘের শান্তিদূত হিসাবেও কাজ করেছেন। গত জুন মাসেই তাঁর চিফ অফ আর্মি স্টাফ হিসাবে মেয়াদ শুরু হয়। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। দীর্ঘ কেরিয়ারে তিনি পদাতিক বাহিনী, স্বাধীন পদাতিক বাহিনী ও পদাতিক ডিভিশনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে কর্মী নিয়োগের মধ্যে রয়েছে পদাতিক ব্রিগেড, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং আর্মি হেডকোয়ার্টার। বাংলাদেশ সেনার আধুনিকীকরণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। বাংলাদেশে মিলিট্যারি অ্যাকাডেমি থেকে শিক্ষাগ্রহণ। এরপর মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও গ্রেট ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে পড়াশোনা করেছেন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে অ্যাডভান্স ডিগ্রি রয়েছে ওয়াকার উজ জামানের। আর্মড ফোর্স ডিভিশনে শেখ হাসিনার প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার হিসাবে, জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের প্রতিরক্ষা কৌশল এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক স্তরে শান্তিস্থাপনের কাজে নিযুক্ত ছিলেন।






















