Bangladesh News:'বিক্রি কইরা মাংস কিনুম', বই-আসবাব থেকে দেওয়ালের ইট- বঙ্গবন্ধুর 'ভাঙা বাসভবনে' লুটপাট
Dhaka, Dhanmandi: এখানেই শেষ নয়, ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে, এমনই স্থির চিত্র ধরা পড়েছে বাংলাদেশের সংবাদ প্রথম আলো-য় প্রকাশিত প্রতিবেদনে

ঢাকা: ফের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডির বাড়িতে হামলা। আগুন-ভাঙচুর। শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদেই দুর্বৃত্তদের এই হামলা। শেখ হাসিনার বিদেশ থেকে ভাষণ দেওয়ার ঘোষণা মাত্রই বাংলাদেশের জনক শেখ মুজিবর রহমানের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ইট, কাঠ, হাতুড়ি দিয়ে ভাঙা হয় জানালা, দরজা। ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের সমৃতি জাদুঘরে গিয়ে এভাবেই বিক্ষোভ ও ভাঙচুর চালাল বাংলাদেশের তথাকথিত ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’।
এখানেই শেষ নয়, ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে, এমনই স্থির চিত্র ধরা পড়েছে বাংলাদেশের সংবাদ প্রথম আলো-য় প্রকাশিত প্রতিবেদনে। হস্পতিবার সকাল ১০টার দিকে দেখা যায় ভবনে শত শত মানুষ ঢুকছেন। কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন। আর ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে।
প্রথম আলো সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ভবন থেকে যেসব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে বেশির ভাগই শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা বই রয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম-৩’, ‘জনসমুদ্রে এক মহামানব’, ‘জাতির জনক ও শেখ রাসেল’ ইত্যাদি।
এছাড়াও স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যাঁর মতো নিয়ে যাচ্ছেন অনেকে। স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা যায়। আল আমিন নামের এক ব্যক্তি লোহার কিছু কাঠামো নিয়ে যাচ্ছিলেন। প্রথম আলো সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এসব নিয়ে কী করবেন, তা জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, বিক্রি করে দিমু। সেই টাকায় ভালোমন্দ খামু। মুরগি পাইলে মুরগি, মাংস পাইলে মাংস কিনে খামু। এই ছাড়া আর কিছুই না।'
আরও পড়ুন, শেখ হাসিনা কোনও রাজনীতি করলে দায়ী থাকবে ভারত! বড় হুঁশিয়ারি বাংলাদেশের নেতার
প্রসঙ্গত হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই, নির্বিঘ্নে বিনা বাধায় ধানমন্ডিতে মুজিবর রহমানের বাড়ির গেট ভেঙে ফেলা হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্র অনুযায়ী, রাত ৮টা ৪০ মিনিটে ভবনের তৃতীয় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত সোয়া ৯টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করা হয়। গোটা বাড়িটিই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি জানানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















