Bangladesh News: শেখ হাসিনা কোনও রাজনীতি করলে দায়ী থাকবে ভারত! বড় হুঁশিয়ারি বাংলাদেশের নেতার
Sheikh Hasina: নাহিদ বলেন, ‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এর জন্য তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি এবং এটি একটি কূটনৈতিক বিষয়।'

নয়া দিল্লি: রাত পেরিয়ে সকাল, ঢাকার ধানমণ্ডিতে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি। এরই মধ্যে শেখ হাসিনা প্রসঙ্গে ভারতকে হুঁশিয়ারি ইউনূস সরকারের উপদেষ্টার। বুধবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হলে ভারত দায়ী থাকবে।
নাহিদ বলেন, ‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এর জন্য তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি এবং এটি একটি কূটনৈতিক বিষয়। কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতে রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে।’ বুধবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেছেন তিনি।
এও বলেন, ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনও কোনও পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যা দুঃখজনক।
আরও পড়ুন, অশান্ত বাংলাদেশে ক্রেন দিয়ে ভাঙা হল বঙ্গবন্ধুর বাড়ি, তছনছ স্মৃতি, আগুনে পুড়ল হাসিনার বাসভবনও!
এদিকে, ঢাকার ধানমণ্ডিতে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি। ছাত্র লিগের ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায়। বঙ্গবন্ধুর ধানমণ্ডির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। মিছিল করে গিয়ে বঙ্গবন্ধুর বাড়ির গেট ভেঙে ঢুকে পড়ে হামলাকারীরা।
ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ, হুঙ্কার দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ দেখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও ও জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এর আগে গত বছরের ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর ধানমণ্ডির বাড়ি ভাঙচুর করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
