Sheikh Hasina : লক্ষ্য হাসিনার প্রত্যর্পণ, ইন্টারপোলের সাহায্য নেওয়ার পরিকল্পনা ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
Bangladesh News: এর আগে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, হাসিনার প্রত্যর্পণের জন্য তারা নয়াদিল্লিকে চিঠি লিখতে চলেছে।

ঢাকা : শেখ হাসিনাকে শাস্তির কাঠগড়ায় নিয়ে যেতে আরও বড় ছক কষছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্য়ুনাল। বঙ্গবনধু কন্য়ার পাশাপাশি, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই হাসিনার প্রত্যর্পণে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার পরিকল্পনার কথা বেশ কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যম জানিয়েছে।
এর আগে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, হাসিনার প্রত্যর্পণের জন্য তারা নয়াদিল্লিকে চিঠি লিখতে চলেছে। বাংলাদেশের ডেইলি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট, সোমবার এই দু'জনের সাজা ঘোষণার পর, মঙ্গলবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন যে, "দুই পলাতক আসামির বিরুদ্ধে দোষী সাব্যস্ত পরোয়ানার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিস জারির অনুরোধ করার প্রস্তুতি চলছে। উভয় দোষীই পলাতক এবং রেড নোটিস জারির জন্য ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা সহ ইন্টারপোলে ইতিমধ্যেই আবেদন জমা দেওয়া হয়েছে। এখন আমরা বিদেশ মন্ত্রকের মাধ্যমে ওই অর্গানাইজেশনের কাছে গ্রেফতারি পরোয়ানার পরিবর্তে দোষী সাব্যস্ত পরোয়ানার ভিত্তিতে নতুন রেড নোটিস জারি করতে বলব।"
এদিকে, ফের একবার অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে দায়ী করেছেন শেখ হাসিনা। তিনি স্পষ্টই বলেছেন, 'আমার অপরাধটা কী, সেটাই তো আমি জানি না। আমার ওপর নানা ধরনের অত্য়াচার চালাল। সে যুগ যুগ ধরে, ১০-২০ বছর ধরে খালি অপপ্রচারই চালাচ্ছে। দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, এই অপপ্রচারে তারা কান দেয়নি। মুষ্টিমেয় লোক তারা নেমে পড়েছিল। তখন শুধু বলেছিলাম, আমি যখন থাকব না, তখন দেখবে দেশের অবস্থা কী হয়। ঠিক তাই হল। ইউনূসের তো দেশ চালানোর কোনও যোগ্যতাই নেই। সে সুদ খেতে জানে।'
হাসিনাপুত্র সজীবও মায়ের সুরেই কথা বলেছেন। সজীব প্রশ্ন তুলেছেন, কীভাবে বর্তমানে বাংলাদেশের অনির্বাচিত, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার কোনও আইন সংশোধন করে ? নির্বাচিত সংসদ ছাড়া তা সম্ভব নয়।
হাসিনাপুত্র বলেন, 'এখন আর বাংলাদেশে আইনের শাসন নেই। এই মৃত্যুদণ্ডের আদেশ ন্যায়বিচারের জন্য দেওয়া নয়। বরং একেবারে প্রতিশোধ স্পৃহা থেকেই এমনটা করা হয়েছে।'























