Bangladesh News : শাওনের পর এবার ইউনূস সরকারের রোষে অভিনেত্রী সাবা, কী 'অপরাধ' তাঁর?
Actress Sohana Saba Khan : সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, গতকালই সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার গোয়েন্দা পুলিশের দফতরে নিয়ে আসা হয়।

ঢাকা : ত্রাসের দেশ বাংলাদেশে নৈরাজ্যের শেষ নেই। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী , সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওনকে । জামালপুরে অভিনেত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর তারপর আবার ইউনূস সরকারের রোষ পড়ল আরেক অভিনেত্রীর উপর। এবার রোষানলে সোহানা সাবা।
সাবার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবারই সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার গোয়েন্দা পুলিশের দফতরে নিয়ে আসা হয়। সংবাদ সংস্থা বাংলা ট্রিবিউন সূত্রে খবর, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা বাংলা ট্রিবিউন সূত্রে খবর, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে, বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয়, বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবাকে। তাঁর ধানমণ্ডির বাড়ি থেকে তুলে পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বাংলা ট্রিবিউন সূত্রে দাবি, অভিনেত্রী সোহানার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সংবাদ সংস্থার দাবি, পুলিশকর্তা জানিয়েছেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে সোহানা সাবাকে। শান্তি পুরস্কারজয়ী ইউনূসের শাসনে, সরকারের সমালোচনা করলেই এখন বাংলাদেশে জুটছে রাষ্ট্রদ্রোহের ধারা!
এর আগে, দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে, আরেক অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে বাংবাদেশের ইউনূস সরকার। ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসের সমালোচনা করেছিলেন অভিনেত্রী। সংবাদ সংস্থা, প্রথম আলো সূত্রে দাবি, বৃহস্পতিবার সন্ধেয় অভিনেত্রীকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ। প্রথম আলো সূত্রে দাবি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জন্য়ই এই পদক্ষেপ।
বৃহস্পতিবার সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করে পুলিশ। রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন অভিনেত্রী শাওন। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেই খবর। শাওনের গ্রেফতারির পরই জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মৌলবাদের বাংলাদেশে পরপর খাড়ার ঘা শিল্পীদের উপর। মেহের আফরোজ শাওনের পর এবার ইউনূস সরকারের রোষে সাবা। এরপর টার্গেট কে ?
আরও পড়ুন :






















