Hasina Praises PM Modi: করোনা নিয়ন্ত্রণে মোদির শক্তিশালী নেতৃত্বের প্রশংসা হাসিনার
Hasina Praises PM Modi: গুজরাতের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
জামনগর (গুজরাত) : প্রথাগত ওষুধের সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মিশ্রণ প্রয়োজন। মঙ্গলবার এই প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। এর পাশাপাশি ভারত সরকারের প্রশাংসা করেন তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) শক্তিশালী নেতৃত্বে ভারত যেভাবে করোনা অতিমারীর মোকাবিলা করেছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন হাসিনা। গুজরাতের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এক ভিডিও মেসেজে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তিশালী নেতৃত্বে ভারত সরকার যেভাবে করোনা অতিমারী নিয়ন্ত্রণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।" তিনি গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিনের জন্য প্রধানমন্ত্রী মোদি এবং WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস গ্যাব্রিয়েসসকে অভিনন্দন জানান । বলেন, এই বিশাল অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত।
আরও পড়ুন ; দেশে ফের কমল করোনা দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত হয়েছেন ১,২৪৭ জন
প্রসঙ্গত, ভারতে কোভিড-গ্রাফের (Covid Graph) ওঠানামা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় ফের কমেছে দৈনিক সংক্রমণ (Covid Infection) ও মৃত্যুর সংখ্যা। গতকাল করোনায় (Corona) দেশে ১ জনের মৃত্যু হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে বারোশো ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের (Corona) সংখ্যা ছিল ২ হাজার ১৮৩।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। কেরল তাদের পরিসংখ্যান-তথ্য পরিমার্জন করায় গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১৪। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৫ হাজার ৫২৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৯৯ হাজার ৫৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৫৪।