Bangladesh News: এবার বাংলাদেশের নাটোরের শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন, হাত-পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার
Bangladesh Hindu Minority: হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, নিপীড়ণ। কোথাও হিন্দুদের বাড়ি ভাঙচুর। কোথাও সম্পত্তি হাতিয়ে নেওয়া চেষ্টা। আর মন্দিরের ওপর হামলার তো বিরাম নেই।
নাটোর : ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন ! বেছে বেছে হিন্দুদের খুন করা হচ্ছে। মন্দিরের উপর হামলার পর এবার পুরোহিত খুন ! নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছে সেদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার করা হয়। লুঠপাটের পর সেবায়েতকে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা ভাণ্ডার ঘরেও লুঠপাট চালায়, যদিও ডাকাতি বলে দাবি করছে বাংলাদেশ পুলিশ, এমনই খবর সূত্রের। সম্প্রতি বাংলাদেশে মন্দিরে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেন কলকাতা ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাস।
দিনকয়েক আগেই বাংলাদেশে মন্দিরে হামলা চালানো হয়েছিল। ভেঙে দেওয়া হয় বিগ্রহ। এখানেই শেষ নয়, অভিযোগ, তিতুমির কলেজের প্রিন্সিপালকে পদত্য়াগের হুমকি দিচ্ছে কট্টরপন্থীরা। সোশ্য়াল মিডিয়ায় বাংলাদেশের এমনই একাধিক ভিডিও শেয়ার করেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, নিপীড়ণ। কোথাও হিন্দুদের বাড়ি ভাঙচুর। কোথাও সম্পত্তি হাতিয়ে নেওয়া চেষ্টা। আর মন্দিরের ওপর হামলার তো বিরাম নেই। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় দুটি পোস্ট শেয়ার করেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্স রাধারমণ দাস।
একটিতে দেখা যায়, মন্দিরে ঢুকে ভেঙে দেওয়া হয়েছে হিন্দু দেবদেবীর বিগ্রহ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুদের এই পেজে, ডেসক্রিপশনে লেখা, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি গ্রামে হিন্দু মন্দিরে আক্রমণ করে জামাত। মন্দিরের ভিতর মূর্তি ভেঙে দেয় কট্টরপন্থীরা।
আরও একটি ভিডিও শেয়ার করেন রাধারমণ দাস। সেখানে দাবি করা হয়, তিতুমির কলেজের প্রিন্সিপাল শিপ্রা রানি মণ্ডলকে পদত্য়াগের জন্য় হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি পোস্টে লেখা, জামাতের কট্টরপন্থীরা চাইছে এক এক করে দেশ থেকে সব হিন্দুকে বিতাড়িত করে, একটা মুসলিম দেশ গঠন করতে।
রাধারমণ দাসের শেয়ার করা ভিডিওয় আরও দেখা যায়, টেবিলের ওপর অনাদরে ছড়িয়ে পড়ে রয়েছে বঙ্গবন্ধুর ওপর লেখা একগুচ্ছ বই। যার হাতে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ...সেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে বাংলাদেশের ইতিহাস থেকে। কোনদিকে এগোচ্ছে বাংলাদেশ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।