Bangladesh Protest Live Blog: জেলবন্দি খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া
Bangladesh News LIVE Updates: দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিল জনতা
LIVE
Background
বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের: সূ্ত্র। ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার: কূটনৈতিক সূত্র । আপাতত কিছুদিন ভারতে থাকতে পারেন শেখ হাসিনা: সূত্র ।
ছাত্র আন্দোলনে আরও অশান্ত বাংলাদেশ। পুলিশ-সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু তিনশো পার! ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়তেই জারি সেনার শাসন।
ভারতে থেকে কোথায় যাবেন শেখ হাসিনা? রাজনৈতিক আশ্রয় দিতে নারাজ লন্ডন। কয়েকদিন ভারতে থাকলেও, চাননি রাজনৈতিক আশ্রয়, খবর সূত্রের।
আর নয় গুলি, বাংলাদেশের দখল নিয়েই বার্তা সেনাবাহিনীর। শাসক দলকে বাদ দিয়েই সর্বদল বৈঠক। ৪৮ ঘণ্টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা।
Bangladesh Protest Live Updates: জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নির্দেশ প্রেসিডেন্টের
বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সিদ্ধান্ত মেনে জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, এমনটাই জানান হয়েছে, আর বর্তমানে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে, জানান হয়েছে, খবর বাংলাদেশের সংবাদমাধ্যমের।
Bangladesh Protest Live Updates: চাঁদপুরে দেবের সিনেমার সহ প্রযোজক সেলিম খানকে পিটিয়ে খুন
চাঁদপুরে অভিনেতা ছেলে-সহ দেবের সিনেমার সহ প্রয়োজককে পিটিয়ে খুন। চাঁদপুরে দেবের সিনেমার সহ প্রযোজক সেলিম খানকে পিটিয়ে খুন। চাঁদপুরে প্রযোজক সেলিম খান ও ছেলে অভিনেতা শান্ত খানকে খুন
Bangladesh Protest Live Updates: যশোরে আওয়ামি লিগের নেতার হোটেলে ৯জনকে পুড়িয়ে খুন
ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত্যু ৩০০ পার। যশোরে আওয়ামি লিগের নেতার হোটেলে ৯জনকে পুড়িয়ে খুন । চাঁদপুরে অভিনেতা ছেলে-সহ দেবের সিনেমার সহ প্রয়োজককে পিটিয়ে খুন
Bangladesh Protest Live Updates: শেখ হাসিনা দেশ ছাড়ার পরই, মুক্তি পেতে চলেছেন তাঁর কট্টর বিরোধী এবং BNP নেত্রী খালেদা জিয়া
শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে, দেশ ছাড়ার পরই, মুক্তি পেতে চলেছেন তাঁর কট্টর বিরোধী খালেদা জিয়া। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়। বর্তমানে তিনি হাসপাতালে নজরবন্দি ছিলেন। এবার BNP-র নেত্রীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।
Bangladesh Protest Live Updates: চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর, কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্য়ালঘুরা?
চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর, কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্য়ালঘুরা? পরিসংখ্যান বলছে, শেষ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে আট শতাংশে। এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত।