Bangladesh : বড় চাপে ইউনুস ! হাদি অনুগামীদের রক্তচক্ষুর কাছে নতিস্বীকার ! পদ ছাড়লেন ডান-হাত
খোদা বখশ চৌধুরীকে ১০ নভেম্বর মহম্মদ ইউনুসের বিশেষ সহকারী নিযুক্ত করা হয়েছিল। হাদির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালীন খোদা বখশের পদত্যাগে ইউনুসের উপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।

ঢাকা: ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার পর থেকেই কার্যত জ্বলছে বাংলাদেশ। হাদির খুনিদের গ্রেফতারি চেয়ে সারা বাংলাদেশ জুড়ে জ্বলছে আগুন। এরই মধ্যে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। দিকে দিকে হিংসার আগুন জ্বলছে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ইনকিলাব মঞ্চ। এই পরিস্থিতিতেই হাদির ভাই আঙুল তুলেছে ইউনুস সরকারের দিকে। দুই বড় নেতার পদত্যাগেরও দাবি জানায় ইনকিলাব মঞ্চ। এই পরিস্থিতিতেই ইউনুসের উপর চাপ বাড়ল গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগে।
পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী । রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্র গ্রহণও করেছেন। বাংলাদেশে প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরীকে ১০ নভেম্বর মহম্মদ ইউনুসের বিশেষ সহকারী নিযুক্ত করা হয়েছিল। হাদির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালীন খোদা বখশের পদত্যাগে ইউনুসের উপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।
ওসমান হাদি সমর্থকদের রক্তচক্ষু ছিলই। সেই সঙ্গে বাংলাদেশে বাড়তে থাকা হিংসার আগুন। বুধবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মিডিয়া সেল থেকে জানানো হয় খোদা বকশের পদত্যাগের কথা। জানানো হয়, সে - দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ও ইউনুসের বিশেষ সহকারী খোদাবকশ চৌধুরীর পদপেয়েছিলেন অধ্যাপক সায়েদুরত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এর আগে পদত্যাগ করেছেন স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলাম।
তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে বাংলাদেশ রাওয়ালপিন্ডি বা দিল্লির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চাইবে না বরং বাংলাদেশকে প্রথমে রাখবে। "দিল্লি নয়, পিন্ডি নয়, সবকিছুর আগে বাংলাদেশ," তিনি ঢাকার নয়াপল্টন এলাকায় এক বিশাল সমাবেশে ঘোষণা করেছিলেন, সমর্থকদের এই স্লোগানটি পুনরাবৃত্তি করার আহ্বান জানিয়েছিলেন।
এই মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। তারেক রহমানের ফেরার আগে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানী ঢাকায় একটি চার্চের কাছে বোমা হামলায় একজন ব্যক্তি মারা গিয়েছেন। এই ঘটনা রাজধানীতে নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে।






















