এক্সপ্লোর
Advertisement
মমতার রোড শো-তে গান শোনাতে চান অমিত-আপ্যায়নকারী বাউলশিল্পী, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা
রবিবাসরীয় দুপুরে অতিথিকে হৃদমাঝারে রাখার অঙ্গীকার করেছিলেন বাউল বাসুদেব দাস। সাজিয়ে গুছিয়ে নিজের বাড়ির দাওয়ায় বসিয়ে খাইয়েছিলেন অমিত শাহকে। সেই বাসুদেব দাসকে নিয়েই এবার চরমে রাজনৈতিক টানাটানি।
বোলপুর: বীরভূমে বাউল শিল্পীকে নিয়ে তুঙ্গে রাজনীতি। মঙ্গলবার শিল্পীকে পাশে বসিয়ে অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় শিল্পীর সঙ্গে ছবি পোস্ট করলেন অনুপম হাজরা। বিজেপির অভিযোগ, জোর করে শিল্পীকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের সুরে কথা বলানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন খোদ বাউল শিল্পী ।
রবিবাসরীয় দুপুরে অতিথিকে হৃদমাঝারে রাখার অঙ্গীকার করেছিলেন বাউল বাসুদেব দাস। সাজিয়ে গুছিয়ে নিজের বাড়ির দাওয়ায় বসিয়ে খাইয়েছিলেন অমিত শাহকে। সেই বাসুদেব দাসকে নিয়েই এবার চরমে রাজনৈতিক টানাটানি। কারণ রবিবারের তাল কাটে মঙ্গলবারেই। এদিন বাউল শিল্পীকে পাশে বসিয়ে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিক করেন। অনুব্রত মণ্ডলের পাশে বসে আক্ষেপ শোনা যায় শিল্পীর গলায়। শিল্পীকে পাশে বসিয়েই তাঁর মেয়ের উচ্চশিক্ষার ব্যয়ভার কাঁধে নেওয়ার অঙ্গীকার করেন তৃণমূল জেলা সভাপতি। পাশাপাশি শিল্পী বাসুদেব দাস জানান, ২৯ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো-তে গান গাইতে চান তিনি।
এরপর বুধবার শিল্পীর পরিবারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বাউল শিল্পীকে পাশে বসিয়ে অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠককে কটাক্ষ করেছেন বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। তিনি লিখেছেন, ১০ বছরে বাসুদেব দাসের কেউ খোঁজ নেয়নি। অমিত শাহ খেয়ে আসার পরই হঠাত্ মনে পড়ল? অমিত শাহ জি খেলে যদি চটজলদি সাহায্য পাওয়া যায়, আগামীদিনে এমন মধ্যাহ্নভোজ আরও হবে। বিজেপি নেতারা আরও বেশি করে মানুষের ঘরে খাবে তাহলে তৃণমূল সরকারের নজরে পড়বে। ২০২১-এ এই বাসুদেব দাসই বলবে তৃণমূল বাহিনী জোর করে তুলে নিয়ে গিয়ে বলিয়েছে ।
তবে বিজেপি নেতার দাবি মানতে নারাজ খোদ বাউল শিল্পী। বাসুদেব দাস সাফ জানিয়েছেন, অনুপম হাজরা যা বলেছেন তা মিথ্যে, আমাকে কেউ তুলে নিয়ে যায়নি, আমার সমস্যার কথা শুনে কেস্ট দা পাশে দাঁড়িয়েছে, বাকি সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল নেত্রী বরাবরই মানুষের পাশে ছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
ফুটবল
Advertisement