এক্সপ্লোর
পুলিশের মাধ্যমে শাসন চালান মুখ্যমন্ত্রী, কীভাবে হবে সুষ্ঠু নির্বাচন? শাহের সঙ্গে বৈঠকের পরই ধনকড়ের নিশানা মমতা সরকারকে
রাজ্যে খুন-সংঘর্ষ রোজকার ঘটনা। নেই গণতন্ত্র। প্রশাসনের কর্তাদের আচরণ রাজনৈতিক কর্মীদের মতো। অমিতের কাছে নালিশ ধনকড়ের। ’২১-এর ভোট নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের।
![পুলিশের মাধ্যমে শাসন চালান মুখ্যমন্ত্রী, কীভাবে হবে সুষ্ঠু নির্বাচন? শাহের সঙ্গে বৈঠকের পরই ধনকড়ের নিশানা মমতা সরকারকে Bengal Governor Jagdeep Dhankhar Met Amit Shah In Delhi, Speaks out on 'Bengal Political Violence' পুলিশের মাধ্যমে শাসন চালান মুখ্যমন্ত্রী, কীভাবে হবে সুষ্ঠু নির্বাচন? শাহের সঙ্গে বৈঠকের পরই ধনকড়ের নিশানা মমতা সরকারকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/29201858/web-jagdeep-dhankar-pc-part-a-still-291020.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাজ্যে খুন-সংঘর্ষ রোজকার ঘটনা। নেই গণতন্ত্র। প্রশাসনের কর্তাদের আচরণ রাজনৈতিক কর্মীদের মতো। রাজধানীতে গিয়ে অমিত শাহের কাছে নালিশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ’২১-এর ভোট নিয়ে উদ্বেগ তাঁর বক্তব্যে। রাজনৈতিক মুখপাত্রর মতো কথা, কটাক্ষ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার তিনি দিল্লি যান। যাওয়ার আগে টুইট করে জানান, বৃহস্পতিবার তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। এর পরেই নয়াদিল্লিতে তিনি সাংবাদিক বৈঠক করেন। ধনকড় আরও বলেন,
- রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। রাজনৈতিক আদেশ পালন করতেই কি রয়েছে পুলিশ?
- দেশের সংবাদমাধ্যমের জানা উচিত পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রশাসনকে বারবার চিঠি লিখেও উত্তর পাইনি।
- রাজ্যে রাজনৈতিক হানাহানি চলছে। শুধু পুলিশের মাধ্যমে শাসন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী।
- কীভাবে এখানে হবে সুষ্ঠু নির্বাচন, আমি উদ্বিগ্ন। সংবিধান, আইনের শাসনকে উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী।
- আমলারা এখানে রাজনৈতিক দলের অনুগত। মুখ্যসচিব, নিরাপত্তা উপদেষ্টাদের দিয়ে কাজ করানো হচ্ছে।
- ধর্ষণ-অপহরণ-মহিলাদের বিরুদ্ধে অপরাধ রাজ্যে বেড়েছে। আমার পাঠানো রিপোর্টকে ভিত্তিহীন বলেছে রাজ্য সরকার।
- উত্তরবঙ্গে থাকব মানুষকে জানতে, ইস্যুগুলোকে জানতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)